২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ

বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৪০ লাখ -

একদিকে বিশ্বজুড়ে কয়েকটি দেশে নতুন সংক্রমণের সংখ্যা কমে যাওয়া, অপরদিকে করোনা টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। সেই সাথে নতুনভাবে যুক্ত হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ।

ইতোমধ্যেই বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ কোটি ৩৯ লাখের কাছাকাছি পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার ৮৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে মারা গেছেন ৩৭ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৬৯৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯৮ হাজার ৩২৩ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার তাণ্ডবে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪৭৩ জন এবং এখন পর্যন্ত মারা গেছে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৭৯২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ১২৯ জন।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল