২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সারাবিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেলো ১৩ হাজার

করোনা ভাইরাস - ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে এই খবর পাওয়া যায়।

চীনের উহানে ২০১৯ সালের নভেম্বরে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্তের পর এখন পর্যন্ত বিশ্বের ২২০টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ছয় লাখ ৬০ হাজার তিন শ' ৪১ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ১৩ হাজার এক শ ৮৫ জনের।

এই নিয়ে করোনা মহামারীতে সারাবিশ্বে মোট আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৫৫ লাখ ৬৫ হাজার ৫৩ জন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৩৪ লাখ ৩১ হাজার সাত শ' ২৮ জনের। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৪ কোটি ৮০ লাখ ১২ হাজার পাঁচ শ' ২০ জন।

মোট তিন কোটি ৩৮ লাখ দুই হাজার তিন শ' ২৪ সংক্রমণ নিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ভাইরাস সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ২৮ হাজার পাঁচ শ' ৪১ জন। অপরদিকে ভাইরাস সংক্রমণে মৃত্যুতেও শীর্ষে রয়েছে ক্ষমতাধর দেশটি। মোট ছয় লাখ এক হাজার নয় শ' ৪৯ জন করোনায় সংক্রমিত হয়ে যুক্তরাষ্ট্রে মারা যান।

অবশ্য টিকা কার্যক্রম জোরদার হওয়ায় দেশটিতে ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার কমে এসেছে। ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে মারা যান ছয় শ' ৩৬ জন।

এদিকে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতে ক্রমাগতই বেড়ে চলছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় দেশটিতে মোট দুই লাখ ৭৬ হাজার দুই শ' ৬১ করোনা সংক্রমিত রোগীকে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৭ লাখ ৭১ হাজার চার শ' পাঁচজন।

ভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার আট শ' ৮০ জনের। দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দুই লাখ ৮৭ হাজার এক শ' ৫৬ জনের।

দেখুন:

আরো সংবাদ



premium cement