করোনায় প্রাণ গেল আরো ১৪ হাজার মানুষের
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মে ২০২১, ১০:৪১, আপডেট: ১৯ মে ২০২১, ১০:৫৩
সারাবিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় আরো প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৩৪ লাখ ১৮ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে বিশ্বে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬ কোটি ৪৯ লাখের বেশি। বুধবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২২২টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৯৭ হাজার ৮৩৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ছয় লাখ ১২ হাজার ৪২৪ জন। আক্রান্তদের মধ্যে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ লাখ ১৮ হাজার ৬৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৬০ জন। আগের দিনের চেয়ে এই সংখ্যা প্রায় তিন হাজার বেশি।
অপর দিকে বিশ্বে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৪ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৮৫৪ জন।
সবচেয়ে বেশি আক্রান্ত ১০ দেশ
করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মৃত্যু হয়েছে ছয় লাখ এক হাজার ৩৩০ জন।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে দুই কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ৮৩ হাজার ২৭৬ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এ পর্যন্ত করোনায় এক কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছে। মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৮৬২ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫৮ লাখ ৯৮ হাজার ৩৪৭ জন। করোনায় মারা গেছে এক লাখ আট হাজার ৪০ জন। এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে করোনায় সংক্রমিত হয়েছে ৫১ লাখ ৩৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ১৮৬ জন।
এ দিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, ব্রিটেন সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম ও জার্মানি ১০ম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
এ দিকে আক্রান্তের হিসাবে শীর্ষ তালিকার ১৫তম স্থানে থাকা মেক্সিকো মৃত্যুর পরিসংখ্যানে তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা ২৩ লাখ ৮৫ হাজার ৫১২ জন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার