যুক্তরাষ্ট্রে ১২ বছরের শিশুরা পাচ্ছে টিকা, যা বলছেন ভারতীয় চিকিৎসকরা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ মে ২০২১, ১৩:১৪
যুক্তরাষ্ট্রে ১২ থেকে ১৫ বছর বয়সিদেরও দেয়া হবে করোনার টিকা। ফাইজার ও বায়োএনটেকের তৈরি কোভিড টিকা কিশোর-কিশোরীদের দেয়ার ছাড়পত্র দিয়েঝে যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)’। কম বয়সিদের টিকা দেয়া আদৌ কি নিরাপদ? এমন প্রশ্নে ভারতীয় শিশু বিশেষজ্ঞ ডা: ত্রিদিব ব্যানার্জি বলেছেন, কোভিডের টিকা কিশোর-কিশোরী বা শিশুদের দেয়া নিয়ে কোনো ভয় থাকার কথা নয়।
তার মতে, ‘টিকা দেয়ার সিদ্ধান্ত এক দিনে হয় না। দীর্ঘ দিন পরীক্ষামূলকভাবে এই টিকাদান চলে। দেখা হয়, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না। তার পরেই এই সিদ্ধান্ত নেয়া হয়।’
একই মত ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের চিকিৎসক অপূর্ব ঘোষেরও। তার কথায়, টিকা পরীক্ষার নির্দিষ্ট পদ্ধতি আছে, নিয়ম আছে। ধাপে ধাপে প্রথমে অন্য প্রাণীর ওপরে পরীক্ষা করা হয়। এত সফল হলে স্বেচ্ছাসেবীরা নেন। তার পরে সাধারণ মানুষকে দেয়া হয়। এরপরে ক্রমশ কম বয়সীদের দেয়া হতে থাকে। সব কয়টি পরীক্ষার ফল আশানুরূপ এলে তবেই টিকা দেয়া শুরু হয়।
সূত্র : আনন্দবাজার পত্রিকা