২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজধানীতে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে ‘জনতার কণ্ঠ’র খাবার বিতরণ

-

রাজধানীতে সুবিধাবঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী ও ভাসমান মানুষের মাঝে খাবার বিতরণ করেছে অনলাইন পোর্টাল ‘জনতার কণ্ঠ’ পরিবার।

বুধবার বিকালে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে অর্ধশতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়। কর্মসূচিতে অসহায় মানুষদের হাতে খাবার বিতরণ করেন জনতার কণ্ঠের সম্পাদক এম এ আহাদ শাহীন। এ সময় প্রতিষ্ঠানটির উপদেষ্টা তরুণ সমাজসেবক রাকিবুজ্জামান আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

জনতার কণ্ঠের সম্পাদক এম এ আহাদ শাহীন জানান, মানুষের কল্যাণে সবসময় চেষ্টা করে যাচ্ছে জনতার কণ্ঠ। সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করছে তাদের প্রতিষ্ঠান।
এ প্রতিষ্ঠান থেকে অর্জিত আয়ের একটি অংশ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যয় করা হয় বলে খাবার বিতরণ কর্মসূচিতে জানান শাহীন।

তিনি বলেন, আমরা তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে কর্মহীন, প্রতিবন্ধী ও সমাজের পিছিয়ে পড়াদের এগিয়ে নেয়ার মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই।


আরো সংবাদ



premium cement