বিশ্বে মৃত্যু ৩১ লাখ ছাড়াল
- ২৫ এপ্রিল ২০২১, ১০:২৩
করোনাভাইরাসে আক্রন্ত হয়ে বিশ্বে ৩১ লাখের বেশি মানুষের এ পর্যন্ত মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা ১৪ কোটি ৭০ লাখ ৫৩ হাজারের বেশি।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে রোববার আন্তর্জাতিক সময় (জিএমটি) ২টা ৪৩ মিনিটে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা বা কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৩৯০ জনের। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ১২ হাজার ৮১৭ জনের।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে আট লাখ ২১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ কোটি ৭০ লাখ ৫৩ হাজার ৫৮৬ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৬৫৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার ৮৮০ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৭৬৯ জন ও মারা গেছে এক লাখ ৯২ হাজার ৩১০ জন।
সর্বাধিক আক্রান্ত শীর্ষ পাঁচটি দেশের মধ্যে এরপরে আছে যথাক্রমে ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া। আর মৃত্যুর হিসাবে এই তালিকায় আছে দ্বিতীয় ব্রাজিল, তৃতীয় মেক্সিকো ও পঞ্চম ব্রিটেন।
সূত্র : ওয়ার্ল্ডোমিটার