২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনায় মৃত্যু ৩০ লাখ

করোনায় মৃত্যু ৩০ লাখ ছুঁই ছুঁই - ছবি- সংগৃহীত

বিশ্বে করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা ৩০ লাখে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১১ হাজার প্রায়।

শুক্রবার আন্তর্জাতিক সময় (জিএমটি) ৬টা ৯ মিনিটে ও বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২ টায় ওয়ার্ল্ডওমিটারে করোনার সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২০টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৩০ লাখ মানুষের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৪ হাজারের বেশি।

মোট মৃত্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ ৭৮ হাজার ৯৯৩ জন, ব্রাজিলে তিন লাখ ৬৫ হাজার ৯৫৪, মেক্সিকোতে দুই লাখ ১১ হাজার ২১৩, ভারতে এক লাখ ৭৪ হাজার ৩৩৫ ও ব্রিটেনে রয়েছে এক লাখ ২৭ হাজার ১৯১ জন। এ ছাড়াও ইটালি, রাশিয়া ও ফ্রান্সে এক লাখের বেশি করে মৃত্যু হয়েছে। বিশ্বের মাত্র এই আটটি দেশেই মৃত্যু হয়েছে ১৭ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের।

অপর দিকে আক্রান্তেও বরাবরই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে তিন কোটি ২২ লাখ ২৪ হাজার ১৩৯ জন। এরপরই শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে আছে এশিয়ার শীর্ষ দেশ ভারত। ভারতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৯১ হাজার ৯১৭ জন। দেশটিতে গত দু’দিনেই আক্রান্ত হয়েছে চার লাখের বেশি। এর আগের পাঁচ দিনে আক্রান্ত হয়েছে প্রতিদিন এক লাখ থেকে পৌনে দুই লাখের মতো।

শীর্ষ তালিকায় এর পরে আছে ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া। এর মধ্যে ব্রাজিলে আক্রান্ত কোটি ছাড়িয়েছে বেশ আগেই। অন্য দেশ দু’টিতে আক্রান্তের সংখ্যা এখনো কোটির ঘরে পৌঁছেনি।

সূত্র : ওয়ার্ল্ডওমিটার


আরো সংবাদ



premium cement
শিল্পপতির বাড়িতে ডাকাতি : ৭ লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা

সকল