চন্দ্র অভিযানে তুরস্কের প্রথম হাইব্রিড ইঞ্জিনের সফল পরীক্ষা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ এপ্রিল ২০২১, ১১:৩৩, আপডেট: ১২ এপ্রিল ২০২১, ১৪:৪৬
চন্দ্র অভিযানে ব্যবহারের জন্য পরিকল্পিত প্রথম হাইব্রিড ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে তুরস্ক। রোববার দেশটির প্রযুক্তি ও শিল্পমন্ত্রী মুস্তাফা ভারানকের বরাত দিয়ে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
মুস্তাফা ভারানক বলেন, তুরস্কের ইস্তাম্বুলের শিলে ডিস্ট্রিক্টে এই পরীক্ষা করা হয়।
তুরস্কের মহাকাশ বিষয়ক জাতীয় কর্মসূচি অনুসারে ২০২৩ সালের মধ্যে চাঁদে একটি মনুষ্যবিহীন মহাকাশ যান পাঠানোর পরিকল্পনা করছে দেশটি।
আনাদোলু এজেন্সিকে মুস্তাফা ভারানক বলেন, তারা দুইটি রকেটের ইঞ্জিনের সফল পরীক্ষা করেন। এর মধ্যে চন্দ্র অভিযানের জন্য ব্যবহারের পরিকল্পনা করা হাইব্রিড ইঞ্জিনের প্রথম পরীক্ষা করা হয়।
৫০ সেকেন্ড কার্যকর থাকার সময়সীমার পরীক্ষার কথা জানিয়ে তুর্কি প্রযুক্তিমন্ত্রী বলেন, '৫০ সেকেন্ডের কার্যকারিতা সফলভাবে পরীক্ষিত হয়েছে। বর্তমানে আমরা বলতে পারি, চন্দ্র অভিযানের জন্য ব্যবহৃত হতে যাওয়া ইঞ্জিনটির প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।'
আগামী মে মাসে তুরস্কের উত্তরাঞ্চলীয় সিনপ প্রদেশে এই রকেট ইঞ্জিনের নমুনা পরীক্ষা করা হবে জানান মুস্তাফা ভারানক।
সূত্র : ইয়েনি শাফাক
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা