২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পদকহীন রোমান সানা : অবাক সবাই

রোমান সানা - ফাইল ছবি

যাকে ঘিরে অলিম্পিকে বড় আশা বাংলাদেশের, সেই রোমান সানা হতাশ করলেন চলমান বাংলাদেশ গেমসে। তীর ধনুকের লড়াইয়ে তারকা এই তীরন্দাজ মিশন শেষ করেছেন কোনো পদক ছাড়াই। যা বড়ই হতাশা ও অবাক করা ব্যাপার।

ব্যক্তিগত ইভেন্টে তো নয়ই, রোমান সানা রিকার্ভের দলগত ও মিশ্রদলগত ইভেন্টেও পারেননি কোনো পদক উপহার দিতে।

রোমান সানার প্রিয় ইভেন্ট রিকার্ভ পুরুষ এককে সেরা হয়েছেন রাম কৃষ্ণ সাহা। বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আর্চারির রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলো থেকে রোমান সানাকে ছিটকে দেওয়া জুয়েল খানও পাননি পদকের দেখা। তামিমুল ইসলামকে হারিয়ে সেরা হন রাম কৃষ্ণ সাহা।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মঙ্গলবার ৬-৫ (১০-০৯) ব্যবধানে জিতে সেরা হন কৃষ্ণ। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সাকিব মোল্লা।

আর্চারির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জিতে বাংলাদেশকে টোকিও অলিম্পিকের টিকেট এনে দিয়েছেন এই রোমান সানা। গত এস এ গেমসেও হ্যাটট্রিক সোনা জিতেছিলেন তিনি।

কিন্তু বাংলাদেশ গেমসে কেন এই ভরাডুবি। রোমান সানা কিছুটা দোষ চাপালেন ভাগ্যের উপরও, ‘এলিমিনেশন ও র‌্যাঙ্কিং রাউন্ডে ভালো করলেও নকআউট পর্বে এসে পারিনি। সত্যি বলতে ভাগ্য পক্ষে ছিল না। এই পর্বে আত্মবিশ্বাসেরও অভাব ছিল।’

তিনি আরো বলেন, ‘ফুটবল, ক্রিকেট কিংবা আর্চারি যেই খেলারই খেলোয়াড় হোক না কেন, সবারই খারাপ সময় যায়। আমারও তেমনই যাচ্ছে। তবে আত্মবিশ্বাস আছে দ্রুত আগের ফর্মে ফিরতে পারব।’


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল