২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সু চির মামলার শুনানি পেছাল

সু চির মামলার শুনানি পেছাল - ছবি : সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা মামলার শুনানি দশ দিন পিছিয়ে দিয়েছে সামরিক জান্তা নিয়ন্ত্রিত দেশটির এক আদালত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

একদিনে নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে ৪৪ জন বিক্ষোভকারী নিহত হওয়ার একদিন পর সোমবার মোবাইল ইন্টারনেট বন্ধ ও কিছু এলাকায় মার্শাল ল জারির মুখে আদালতের এমন সিদ্ধান্তের খবর আসলো।

সু চি র প্রধান আইনজীবী জানিয়েছেন, মামলার শুনানি আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আদালত।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলের পর বন্দি নেত্রী সু চির সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ভিডিও শুনানিতে ওই আদালতে হাজির হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তার আইনজীবী।

সু চি র আইনি দলের প্রধান আইনজীবী খিন মং জাও সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, অং সান সু চির ওই মামলার শুনানি আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আদালত।

আইনজীবী খিন মং ঝাও বলেন, ‘এখানে কোনো ইন্টারনেট নেই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়ার কথা ছিল। আমরা ভিডিও কল করতে পারিনি।’

অভ্যুত্থানের দিন প্রথম প্রহরেই সেনাবাহিনীর হাতে বন্দি মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে এরপর কখেনো প্রকাশে দেখা না গেলেও এখন পর্যন্ত সামরিক জান্তারা তার বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করেছে।

এদিকে রোববার সর্বাধিক প্রাণহানির পর সোমবারও মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুন ও মান্দালয়ের সঙ্গে মধ্যাঞ্চলীয় শহর মিনগিয়ানের রাস্তায় বিক্ষোভ চলছে। আজকের বিক্ষোভে আরো ছয় জন প্রাণ হারিয়েছেন।

আঠারো বছরের এক তরুণ বিক্ষোভকারী রয়াটর্সকে বলেছেন, ‘তারা (নিরাপত্তা বাহিনী) আমাদের গুলি করেছে। এক মেয়ের মাথায় ও এক ছেলের মুখে গুলি করেছে তারা। আমি তাদের মরে যেতে দেখেছি।’

আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস জানিয়েছে, মিয়ানমারের বিক্ষোভ এখন পর্যন্ত কমপক্ষে ১২০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে বিএনপির ১৫ প্রার্থী বিজয়ী চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ কুড়িগ্রামে পিলখানা হত্যার তদন্ত ও চাকরিতে পূর্ণবহালের দাবি গাজা যুদ্ধবিরতির জন্য প্রস্তুত : হামাস অ্যাডভোকেট সাইফুল হত্যা : সুপ্রিম কোর্টে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ নৌ-পরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্রবিরতি চুক্তিকে স্বাগত বিশ্ব নেতাদের আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল টাইগ্রেসরা ববিতে চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবি মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির বিষয়ে সব পক্ষের মতামত গ্রহণের সিদ্ধান্ত

সকল