মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাঁদে হচ্ছে ব্যাংক, থাকবে ৬৭ লাখ শুক্রাণু-ডিম্বাণু
- ১৪ মার্চ ২০২১, ১৬:৫০, আপডেট: ১৪ মার্চ ২০২১, ১৭:০১
দূষণে বাসযোগ্যতা হারাচ্ছে পৃথিবী। সাধের এই গ্রহ ধ্বংস হওয়ার আগেই বিজ্ঞানীরা খুঁজছেন বিকল্প বাসস্থান। পৃথিবীর বুক থেকে মানুষের অস্তিত্ব মুছে যাওয়ার আগে পুনরুজ্জীবনের শেষ আশা বাঁচিয়ে রাখতে চাঁদের কাছে বিজ্ঞানীরা গচ্ছিত রাখতে চাইছেন ৬৭ লাগ প্রজাতির এগ ও স্পার্ম।
প্রাকৃতি সম্পদের অভাব, প্রাকৃতিক দুর্যোগ বা মহাজাগতিক কোনো ঘটনা অথবা ভয়াবহ কোনো মহামারী, এর মধ্যে যেকোনো একটি কারণেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। তার থেকেই পৃথিবীর প্রাণকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। বিষয়টি আরিজোনা বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জেকান থাঙ্গার আইডিয়া। একটি ইউটিউব ভিডিয়োয় বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি। বিজ্ঞানীরা একে বলছেন ‘মডার্ন গ্লোবাল ইনসিওরেন্স পলিসি’।
চাঁদের মাটিতে -১৫০ ডিগ্রি সেলসিয়াসে মাটিতে পোঁতা থাকবে এই স্পার্মব্যাঙ্ক। শুধু মানুষেরই নয় এতে থাকবে বিভিন্ন পশুপাখি এমনকী প্রয়োজনীয় গাছের নমুনা বীজও। তবে চাঁদের মাটি পৃথিবীর জন্য কতটা বাসযোগ্য হবে সে বিষয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা