২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে, দুর্ভোগে রোগীরা

পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে, দুর্ভোগে রোগীরা - ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। গত তিনদিন ধরে পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শনিবার থেকে এই অবস্থা চললেও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

সোমবার দুপুরে মহিলা ওয়ার্ডের রোগী মল্লিকা বেগম বলেন, `এতো কষ্ট করা যায় না। পানি আনা-নেয়া করতে অসুখ শরীরে সহ্য করতে পারি না। হাসপাতালে থাকব না, বাড়ি চলে যাব।’

আকলিমা বেগম বলেন, `গত শনিবার সকাল থেকে আমাদের ওয়ার্ডে পানি নেই। পানি সরবরাহ না থাকায় এ ক’দিন কষ্ট করছি। দোতলা থেকে নিচে গিয়ে টিউবওয়েল চেপে পানি আনতে হচ্ছে।’

আরেক কহিনুর বেগম বলেন, ‘আমি অসুস্থ। বাথরুম ও খাবার পানির জন্য আমাকে বারবার নিচে নামতে হচ্ছে। অন্য ওয়াার্ডের বাথরুমে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।’

রোগীর মেয়ে পরিবানু বলেন, হাসপাতালের লোকজনকে বারবার বলার পরও পানি সরবরাহের কোন ব্যবস্থা করছে না। আমার মা বয়স্ক ও অসুস্থ মানুষ। মাকে বাথরুমের জন্য অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া-আসা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন বলেছেন এটা মেরামত করতে এখনো ১০-১৫ দিন সময় লাগবে।

মহিলা ওয়ার্ডের নার্স শিরিনা আখতার জানান, মোটর পুড়ে গেছে। এ কারণে মহিলা ওয়ার্ডে পানি নেই। কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ছুটিতে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, হাসপাতালের বড় পানির পাম্পটি পুড়ে গেছে। মেরামতের কাজ চলছে। আশা করছি দুই-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে হাসপাতালের কারেন্টের ওয়ারিংগুলো খুব দুর্বল। নতুন করে এগুলো সংস্কার করা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে : এসএমপি কমিশনার ভারতে আগুন আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে ১২ জনের মৃত্যু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ থাকা প্রয়োজন : বিবিসিকে মির্জা ফখরুল এফবিআইয়ের প্রতিনিধি দলের সিটিটিসি কার্যালয় পরিদর্শন পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস : তদন্ত কমিটি গঠন সিলেটে সিএনজি অটোরিকশা চোরচক্রের নারীসহ গ্রেফতার ৩ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন রাইডিং শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল

সকল