০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১,
`

পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে, দুর্ভোগে রোগীরা

পানি নেই হাসপাতালের মহিলা ওয়ার্ডে, দুর্ভোগে রোগীরা - ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে পানি না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। গত তিনদিন ধরে পানির পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত শনিবার থেকে এই অবস্থা চললেও মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।

সোমবার দুপুরে মহিলা ওয়ার্ডের রোগী মল্লিকা বেগম বলেন, `এতো কষ্ট করা যায় না। পানি আনা-নেয়া করতে অসুখ শরীরে সহ্য করতে পারি না। হাসপাতালে থাকব না, বাড়ি চলে যাব।’

আকলিমা বেগম বলেন, `গত শনিবার সকাল থেকে আমাদের ওয়ার্ডে পানি নেই। পানি সরবরাহ না থাকায় এ ক’দিন কষ্ট করছি। দোতলা থেকে নিচে গিয়ে টিউবওয়েল চেপে পানি আনতে হচ্ছে।’

আরেক কহিনুর বেগম বলেন, ‘আমি অসুস্থ। বাথরুম ও খাবার পানির জন্য আমাকে বারবার নিচে নামতে হচ্ছে। অন্য ওয়াার্ডের বাথরুমে গিয়ে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।’

রোগীর মেয়ে পরিবানু বলেন, হাসপাতালের লোকজনকে বারবার বলার পরও পানি সরবরাহের কোন ব্যবস্থা করছে না। আমার মা বয়স্ক ও অসুস্থ মানুষ। মাকে বাথরুমের জন্য অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া-আসা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালের একজন বলেছেন এটা মেরামত করতে এখনো ১০-১৫ দিন সময় লাগবে।

মহিলা ওয়ার্ডের নার্স শিরিনা আখতার জানান, মোটর পুড়ে গেছে। এ কারণে মহিলা ওয়ার্ডে পানি নেই। কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ছুটিতে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, হাসপাতালের বড় পানির পাম্পটি পুড়ে গেছে। মেরামতের কাজ চলছে। আশা করছি দুই-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে হাসপাতালের কারেন্টের ওয়ারিংগুলো খুব দুর্বল। নতুন করে এগুলো সংস্কার করা প্রয়োজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
জাতীয় গ্রিডে যুক্ত হলো আরো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বরিশাল মহানগর বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিলামে উঠছে এস আলম গ্রুপের বন্ধকি সম্পত্তি ঢাকায় পুলিশের ‘বিশেষ চেকপোস্ট’ কার্যক্রম শুরু চিংড়ির উৎপাদন বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার তথ্য ফাঁসের দায়ে নেতানিয়াহুর মুখপাত্র-উপদেষ্টাসহ ৪ ইসরাইলি কর্মকর্তা গ্রেফতার মিরসরাইয়ে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার সেপ্টেম্বরের পর থেকে প্রায় ৫ লাখ লেবানিজ সিরিয়ায় এসেছে আগামীকালের ইসলামি মহাসম্মেলন সাফল্যমণ্ডিত করার আহ্বান হজযাত্রীদের বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক প্রত্যাহার

সকল