২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৪ লাখ ৬৫ হাজার ছাড়াল

-

কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। সেই সাথে শনাক্ত রোগী ১১ কোটি ১৩ লাখ অতিক্রম করেছে।

সোমবার সকাল ১০টার দিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৪ লাখ ৬৫ হাজার ৮৮২ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৪ জনে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে দুই কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৬২৭ জন করোনায় আক্রান্ত এবং চার লাখ ৯৮ হাজার ৮৭৯ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত এক কোটি নয় লাখ ৯১ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৩০২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী এক কোটি ১৬ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৫০৪ জনের।

মেক্সিকো এক লাখ ৮০ হাজার ১০৭ জনের মৃত্যু নিয়ে এ তালিকায় তিন নম্বরে থাকলেও রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো- যুক্তরাজ্য (৪১ লাখ ২৭ হাজারের বেশি), রাশিয়া (৪১ লাখ ১৭ হাজারের বেশি), ফ্রান্স (প্রায় ৩৫ লাখ ৯৭ হাজারের বেশি) ও স্পেন (৩১ লাখ ৩৩ হাজারের বেশি)।

এদিকে মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (এক লাখ ২০ হাজার ৮১০ জন)। তারপরে ইতালিতে ৯৫ হাজার ৭১৮ জন, ফ্রান্সে ৮৩ হাজার ৫৪৬ জন ও রাশিয়ায় ৮১ হাজার ৯২৬ জন মারা গেছেন।


আরো সংবাদ



premium cement