২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনা টিকার সমবন্টন নিশ্চিত করতে জাতিসঙ্ঘের আহ্বান

-

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের কাছে বুধবার জীবন রক্ষাকারী চিকিৎসা নিশ্চিতের জন্য আবেদন জানিয়েছে কোভিড-১৯ টিকা সমবন্টনের লক্ষ্যে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলো।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস টিকাদানের ক্ষেত্রে বিশ্বের সব অঞ্চলের সবাইকে অর্ন্তভূক্ত করার আহ্বান জানিয়ে সবার কাছে ভ্যাকসিন পৌঁছে দেয়া ‘বিশ্ব সম্প্রদায়ের সবচেয়ে কঠিন পরীক্ষা’, হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ কে হার মানিয়ে এখন আমরা যে বৈজ্ঞানিক সক্ষমতা অর্জন করতে শুরু করেছি, তা পূর্ববর্তী যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

তারপরেও, বিশ্বজুড়ে টিকাদানের অগ্রগতি ক্ষেত্রে অসমতা ও অনিরপেক্ষতা লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত কোভিড-১৯ টিকার ৭৫ শতাংশ বিশ্বের ১০টি দেশে প্রদান করা হয়েছে। অন্যদিকে, ১৩০টিরও বেশি দেশ এখনো করোনা টিকার কোনো ডোজ পায়নি। টিকা না পাওয়ায় সঙ্ঘাত এবং নিরাপত্তাহীনতায় আক্রান্ত সেসব দেশ বিশেষ ঝুঁকিতে রয়েছে, বলেন তিনি।

বিশ্বজুড়ে টিকাদান পরিকল্পনা

ধনী গরীব নির্বিশেষে সব দেশকে টিকা সুবিধার আওতায় নিয়ে আসার লক্ষ্যে জাতিসঙ্ঘ ও অংশীদারদের নিয়ে কোভ্যাক্স প্রতিষ্ঠা করেছে। বিশ্বব্যাপী এ প্রচেষ্টায় পুরোপুরি অর্থায়ন করতে হবে বলেও মনে করেন জাতিসঙ্ঘ মহাসচিব।

তবে, এর বাইরেও আমাদের আরো অনেক বেশি কিছু করতে হবে। প্রয়োজনীয় ক্ষমতা, বৈজ্ঞানিক দক্ষতা, উৎপাদন ও আর্থিক সামর্থ্যের নির্বিশেষে বিশ্বকে জরুরিভিত্তিতে বৈশ্বিক টিকাদান পরিকল্পনা নেয়া দরকার, বলেন তিনি।

বিশ্বের ধনী দেশগুলো এবং জি২০ সমন্বয় করে একটি জরুরি টাস্কফোর্স গঠন করার প্রস্তাবও দেন আন্তোনিও গুতেরেস।

এ টাস্কফোর্সটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং প্রধান শিল্প ও যন্ত্রপাতি উৎপাদনকারীদের সাথে নিয়ে একসাথে কাজ করবে। এ প্রচেষ্টা বাস্তবায়নে জাতিসঙ্ঘের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঐতিহাসিক প্রচেষ্টা

এদিকে, চলতি বছরের শেষে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ২০০ কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্যে কোভিড-১৯ টিকা বিতরণের প্রস্তুতিতে সহায়তা দিচ্ছে জাতিসঙ্ঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

ঐতিহাসিক এ প্রচেষ্টা অভূতপূর্ব সমর্থনের দাবি রাখে উল্লেখ করে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফরে বলেন, সঙ্ঘাতে বিধ্বস্ত দেশগুলোতে থাকা পরিবার ও সম্প্রদায়ের কাছে এই আলোর বার্তা নিশ্চিন্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এ প্রচেষ্টায় সবাইকে এগিয়ে আসতে হবে।

সব দেশে জাতীয় টিকাদান পরিকল্পনায় সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য কাউন্সিলের সমর্থন প্রয়োজন। তারা সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে বসবাস করছে কিনা নির্বিশেষে টিকা পৌঁছে দিতে হবে, বলেন তিনি।


আরো সংবাদ



premium cement