২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু

নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভ্যাক্সের টিকার তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হয়েছে।

সোমবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউটস ফর হেলথ (এনআইএইচ) এক ঘোষণায় এ কথা বলেছে।

তবে এনভিএক্স-সিওভি ২৩৭৩ নামের একই টিকার তৃতীয় ধাপের পরীক্ষা ইতোমধ্যে যুক্তরাজ্যে চলছে। সেখানে এ ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় ১৫ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে ১৮ বছরের কম বয়সী প্রায় ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর তৃতীয় ধাপের এ ক্লিনিক্যাল পরীক্ষা চলবে।

যুক্তরাষ্ট্রের সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিজ্ঞানী এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (এনআইএআইডি) পরিচালক এন্থনি ফাউচি বলেছেন, এই পরীক্ষা শুরু এটাই প্রমাণ করে যে একাধিক নিরাপদ ও কার্যকর টিকার মাধ্যমে মহামারি অবসানই আমাদের লক্ষ্য।

যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল পরীক্ষা পর্যন্ত যাওয়া এটি পঞ্চম টিকা। টিকাটি প্রথম ডোজের তিন সপ্তাহ গ্যাপে দ্বিতীয় ডোজ নিতে হবে। এটি দুই থেকে আট ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব।

যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে অনুমোদিত ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার টিকার চেয়ে নোভাভ্যাক্সের টিকা আরো উষ্ণতরভাবে সংরক্ষণ করা যাবে বিধায় এটি খুব সহজেই সরবরাহ করা সম্ভব হবে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement