অল্পের জন্য পারলেন না সুব্রত
- ক্রীড়া প্রতিবেদক
- ১৪ ডিসেম্বর ২০২০, ২৩:৪৫
ফিদে অনলাইন বিশ্ব ক্যাডেট ও ইয়ুথ দাবার এশিয়ান সিলেকশন দাবায় অল্পের জন্য ফাইনাল রাউন্ডে উঠা হলো না বাংলাদেশের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের। তা মাত্র আধা পয়েন্টের জন্য।
ভারতের গ্র্যান্ডমাস্টার পি ইনিয়নের বিপক্ষে বিদ্যুৎ সমস্যায় জয়ের সুযোগ হাতছাড়া করেছিলেন সুব্রত। সেই ইনিয়নই সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্সআপ এবং তৃতীয় হওয়া দাবাড়–দের পয়েন্টও সাড়ে পাঁচ করে। অনূর্ধ্ব-১৮ বিভাগে ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ হন সুব্রত। সেরা তিনজনই গেছেন পরের ধাপে।
এছাড়া নোশিন আনজুম ১৩তম ওয়াদিফা আহমেদ ১৫তম, নুসরাত জাহান আলো ১৭তম, মোতুর্জা মাহাতির ইসলাম ১৯তম, জারিন তাসনিম ২০তম, স্বর্নাভো চৌধুরী ৩০তম, সাজিদ ৩২ এবং সৈয়দ রিদওয়ান ৩৫তম হন।
সোমবার আসরের শেষ দিনে সুব্রত জয় পান ফিলিপাইন ও শ্রীলংকার দাবাড়ুর বিপক্ষে।
এশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চলের ৩৩৪ জন দাবাড়– এই আসরের বিভিন্ন বয়স শ্রেণীতে অংশ নেন।
১৯ ডিসেম্বর থেকে শুরু হবে চ’ড়ান্ত পর্ব। অনূর্ধ্ব-১০ বিভাগে বাংলাদেশের মনন রেজা নীড় খেলবেন আসরের চ’ড়ান্ত পর্বে। কারণ তার রেটিং ভালো।
বাংলাদেশ দাবা ফেডারেশন সেক্রেটারি সৈয়দ শাহাবুদ্দিন শামীর জানান, নীড়ের রেটিং ২১৯৭ হওয়ায় এশিয়ান দাবা ফেডারেশন তাকে চ’ড়ান্ত পর্বে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা