২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ হাজার

করোনায় বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১ হাজার - সংগৃহীত

সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্য দিয়ে প্রতিনিয়ত যেন আরো ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী-কোভিড-১৯ এ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৩ হাজার ৫৮২ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ৩৬ হাজার ৯৮৮ জনে।

করোনা থেকে বিশ্বব্যাপী মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৬৮ লাখ ৩ হাজার ৮৬১ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৪৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ২ লাখ ৯৭ হাজার ৭৮৯ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ভারতে মোট আক্রান্ত ৯৮ লাখ ২৬ হাজার ৭৭৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ৬২৮ জন।

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৮ লাখ ৮০ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৩ জনের। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement

সকল