২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তিনগুণ প্রতিষেধক কিনে রেখেছে ধনী দেশ, বঞ্চিত সেই গরিবরা

তিনগুণ প্রতিষেধক কিনে রেখেছে ধনী দেশ, বঞ্চিত সেই গরিবরা - ছবি : সংগৃহীত

প্রয়োজনের তুলনায় সংখ্যায় তিন গুণ প্রতিষেধক নিজেদের ঘরে সুরক্ষিত করে রেখেছে ধনী দেশগুলো, জানাল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অ্যামনেস্টি। এ কারণে বঞ্চিত হওয়ার আশঙ্কা দরিদ্র দেশগুলোর কোটি কোটি মানুষের। অ্যামনেস্টির সুরে গলা মিলিয়েছে ফ্রন্টলাইন এইডস, গ্লোবাল জাস্টিস নাও ও অক্সফ্যামের অতো সংস্থা। তারা বিভিন্ন দেশের সরকার এবং ফার্মাসিউটিক্যাল সংস্থার কাছে আবেদন জানিয়েছে, যাতে প্রতিষেধকের সঠিক বিতরণ হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ বিষয়ে আগে থেকেই কথা বলে আসছে। কোভ্যাক্স নামক এক প্রতিষেধক কর্মসূচিকে সমর্থন করে আসছে তারা। কোভ্যাক্সের উদ্দেশ্য প্রতিষেধকের সঠিক বণ্টন। ১৮৯টি দেশ এই কর্মসূচিতে নাম লিখিয়েছে। ২০২১-এর শেষ পর্যন্ত ২০০ কোটি ডোজ ব্যবস্থা করার আশা করছে কোভ্যাক্স। কর্মসূচিতে অংশীদার দেশগুলোর নিরিখে এই সংখ্যা মাত্র ২০ শতাংশ বলে খবর।

অ্যামনেস্টি সংস্থা জানাচ্ছে, দ্রুত পদক্ষেপ না নেয়া হলে প্রায় ৭০টি গরিব দেশে প্রতি ১০ জনে একজনকে টিকা দেয়া সম্ভব হবে। তাদের তথ্য অনুযায়ী, ধনী দেশগুলোর জনসংখ্যা পৃথিবীর নিরিখে মাত্র ১৪ শতাংশ। সেখানে তারা সেরা প্রতিষেধকের ৫৪ শতাংশ ইতিমধ্যেই কিনে রেখেছে। এ ক্ষেত্রে কানাডার উদাহরণ দিয়ে অ্যামনেস্টি জানিয়েছে, দেশের প্রত্যেককে পাঁচবার টিকা দেয়া যাবে, এতটাই প্রতিষেধক কিনে রেখেছে জাস্টিন ট্রুদোর দেশ।
সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement
আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভারতীয় অর্থনীতি-রাজনীতিতে যে প্রভাব ফেলবে বিচ্ছেদে খুশি নন সায়রা-রহমান কেউই! তবুও কেন হলো অস্ট্রেলিয়ায় আদিবাসীদের সাথে বর্ণবৈষম্য, আদানির বিরুদ্ধে অভিযোগ মণিপুরে আরো ১০ হাজার জওয়ান পাঠাচ্ছে ভারত সরকার এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি 'সহানুভূতিসম্পন্ন' সব সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯ ভাগ মানুষ সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি

সকল