গুগলের ছবি রাখবেন যেখানে
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ নভেম্বর ২০২০, ১৪:৩০
গুগল ফটোজে এত দিন বিনা পয়সায় ছবি রাখা যেত। তা-ও আবার অসীম। যত ইচ্ছা তত। তবে নতুন ঘোষণায় গুগল বলছে, ফ্রির দিন আর নেই। এরই মধ্যে সময়সীমাও বেঁধে দিয়ে প্রতিষ্ঠানটি।
গুগলে অ্যাকাউন্ট খোলার সময় ১৫ গিগাবাইট স্টোরেজ দেওয়া হয় বিনা মূল্যে। জিমেইলের ই-মেইল এবং গুগল ড্রাইভের ফাইল রাখার জন্য এই স্টোরেজ ব্যবহার করা যায়। আর গুগল ফটোজে ছবি রাখার সময় ফাইল কিছুটা সংকুচিত করে দিলেও তা এই ১৫ গিগাবাইটের হিসাবভুক্ত ছিল না। ছবি কেবল পূর্ণ আকারে রাখতে চাইলে তবেই তা ওই ১৫ গিগাবাইটের হিসাবভুক্ত হতো।
গুগল এখন বলছে, আগামী বছরের জুন থেকে ফটোজে যত ছবি রাখা হবে, তা কোনো বাছবিচার ছাড়াই ওই ১৫ গিগাবাইটের হিসাবভুক্ত হবে। দীর্ঘদিন যাঁরা গুগলের সেবা নিয়মিত ব্যবহার করছেন, তারা জানেন, ওই ১৫ গিগাবাইট নস্যি। গুগল ড্রাইভের সব ফাইল রাখাই দায়, নতুন করে ছবির চাপ সামলাবে কী!
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা