২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

আকবর বিদেশে পালিয়ে গেলেও ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

- ছবি - সংগৃহীত

পররষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের এসআই আকবর হোসেন ভূইয়া (সাময়িক বরখাস্ত) বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে।

মঙ্গলবার দুপুরে নগরীর আখালিয়ায় রায়হান আহমদের বাড়িতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমার বিশ্বাস আকবর এখনো দেশের বাইরে যায়নি। কারণ সীমান্তগুলোকে আমরা সাথে সাথে সতর্ক করে দিয়েছি। তবে আকবর বিদেশে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। এর আগে সিলেটের রাজন হত্যার আসামিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনা হয়েছিলো।

এসআই আকবরকে পুলিশের জন্য লজ্জা উল্লেখ করে তিনি বলেন, এরকম দু’একজন
কুলাঙ্গারের কারণে পুলিশ বাহিনীও লজ্জিত। পুলিশের কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছে না। সুষ্ঠু তদন্ত চলছে।

দুপুরে রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সিলেট-১ আসনের এই সংসদ সদস্য। এসময় রায়হান হত্যার ন্যায়বিচারেরও আশ্বাস দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন পররষ্ট্রমন্ত্রী ড. মোমেন।


আরো সংবাদ



premium cement
গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ফেরার আশা কাতারের শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন মির্জা ফখরুলের ট্রাইব্যুনালে বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ জিয়াউল আহসানের আবেদন খারিজ বেক্সিমকো শ্রমিকদের মহাসড়ক অবরোধ বাস-ট্রাকে আগুন বড় বড় শিল্পপ্রতিষ্ঠান ছোট ব্যবসাকে খেয়ে ফেলছে সড়কে ঝরল ৮ প্রাণ আহত ২৯ জন জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে চায় ১৬৭ দিন পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছেন মেজবাহুর এবার টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ বাড়ছে চট্টগ্রাম-লাকসাম রেললাইন নির্মাণে ৬০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ইইউ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ, রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা অবরুদ্ধ

সকল