০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

উচ্চ ফলনশীল লাউয়ের নতুন জাত উদ্ভাবন

‘বিইউ লাউ-২’ নামে লাউয়ের নতুন জাত - ছবি -নয়া দিগন্ত

বাণিজ্যিকভাবে লাভজনক উচ্চ ফলনশীল লাউয়ের নতুন জাত উদ্ভাবন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব (জেনেটিক্স) এবং উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ও পরিচালক (গবেষণা) ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। বিশেষভাবে বাণিজ্যিক বিষয়টি মাথায় রেখে সম্প্রতি ‘বিইউ লাউ-২’ নামে লাউয়ের এই জাত উদ্ভাবন করেছেন তিনি।

উচ্চ ফলনশীল এ জাতটিতে উন্মুক্ত পরাগায়ন হয়। জাতটির ফলনের তুলনায় অঙ্গজ বৃদ্ধি খুব কম যা আধুনিক বা স্মার্ট কৃষির জন্য উপযোগী। এছাড়া পুং ও স্ত্রী ফুলের অনুপাত কম হওয়ায় গাছটি খাদ্যের যে যোগান দেয়া হয় তা অত্যন্ত মিতব্যায়িতার সাথে ব্যবহার করে ফলে এটি অধিক ফলন দেয়।

জাতটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, আগাম জাত হিসাবে জুলাই-আগস্ট মাস থেকে এর বীজ বপন করা যায়। দেশীয় লাউয়ের মতো এ জাতটি হালকা সবুজ বর্ণের, প্রতি গিঁটে ফল ধরে। ফলের গড় ওজন এক দশমিক পাঁচ কেজি থেকে দুই কেজি, যা বর্তমান সমাজের ছোট পরিবারগুলোর চাহিদার সাথে মানানসই।

বিইউ লাউ-২ জাতটি বিদেশী মাতা লাউয়ের সাথে দেশী পিতা লাউয়ের সংকরায়ন পরবর্তী নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। লাউয়ের জাতটি উদ্ভাবনে ছয় থেকে সাত বছর সময় লেগেছে।

জাতটি সম্পর্কে এর উদ্ভাবক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, জাতটির অঙ্গজ বৃদ্ধি কম হওয়ায় স্বল্প জায়গায় এমনকি ছাদ বাগানে সহজে চাষ করা সম্ভব। তাছাড়া ফল ছোট আকারের হওয়ায় এক বেলার জন্য লাউ কেটে রান্না করে বাকিটা পরের বেলার জন্য রেখে দিলে স্বাদ ও গুনাগুণ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। জাতটি দেশের সবজির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরো সংবাদ



premium cement
চরফ্যাশন সরকারি কলেজে শিবিরের শীতবস্ত্র বিতরণ চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা জানাল বিসিবি জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মাসুদ রানা জ্বালানি সঙ্কটে গাজার নাসের হাসপাতাল বন্ধ ঘোষণা বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান তথ্য উপদেষ্টার নওগাঁ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা, আহত ৫ বাটা ভার্চুয়াল স্নিকার ট্রাই-অন সুবিধা কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য বানানোর কোনো সুযোগই নেই : জাস্টিন ট্রুডো উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

সকল