আর্মি স্টেডিয়ামে অ্যাথলেটিক্স মিট
- ক্রীড়া প্রতিবেদক
- ২৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৫
বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকের অবস্থা খুবই খারাপ। শত শত জায়গায় ছিড়ে গেছে কোটি কোটি টাকার এই ট্র্যাক। কোনোভাবেই তা এখন আর ব্যবহার উপযোগী নয়। ফেডারেশন অবশ্য চেয়েছিল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক মিটের আগে এই ট্র্যাক সংস্কার করে তাতে অ্যাথলেটিক্স আয়োজন করতে।
কিন্তু করোনা বাগড়া দেয়ায় তা আর হলো না। অন্যদিকে অ্যাথলেটিক্স ফেডারেশন হাত পা গুটিয়ে বসে থাকতে চায় না। তাই তারা নভেম্বরেই মিট আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য তাদের বিকল্প ভেন্যু আর্মি স্টেডিয়াম। সেখানেই জাতীয় জুনিয়র ও সিনিয়র অ্যাথলেটিক্স মিট আয়োজন করবে ফেডারেশন। গত পরশু সভায় এই সিদ্ধান্ত। ২০-২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ৩৬তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স। আর ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্সের সময় ১৫-১৭ জানুয়ারি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা