২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এ বছর হচ্ছে না সাফের কোনো আসর

এ বছর হচ্ছে না সাফের কোনো আসর -

কোনো ভাবেই ২০২০ সালকে টুর্নামেন্ট ছাড়া রাখতে চাইছিলেন না আনোয়ারুল হক হেলাল। সাফ সেক্রেটারির পরিকল্পনা ছিল অন্তঃত ডিসেম্বরে সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল আয়োজন করা। যাতে বলা যায় টুর্নামেন্ট ছাড়া শেষ হয়নি এই বছর। কিন্তু করোনা সব কিছুই পাল্টে দিয়েছে। সাফের সদস্য দেশগুলো রাজী হচ্ছে না করোনার এই ভয়াবহতার মধ্যে কোনো টুর্নামেন্টে অংশ নিতে। তাই পরিকল্পনায় ইতি।

হেলাল জানান, ‘আমি গত পরশুও সব দেশের ফেডারেশন সেক্রেটারিদের সাথে কথা বলেছিলাম অন্তঃত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৫ মহিলা সাফ করতে। তবে কেউই সবুজ সংকেত দেয়নি। তাই এ বছর সাফের কোনো টুর্নামেন্টই হচ্ছে না।’

উল্লেখ্য ২০২০ সালে সিনিয়র পুরুষ সাফ, অনূর্ধ্ব-১৮ মহিলা সাফ, অনূর্ধ্ব-১৫ পুরুষ ও অনূর্ধ্ব-১৫ মহিলা সাফ হওয়ার কথা ছিল। এখন আগামী বছর কোনো আসর করা সম্ভব হবে কিনা তা পরিস্থিতিই বলে দেবে। জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক এই সাধারণ সম্পাদক। করোনায় সাফের কংগ্রেসর আটকে গেছে।


আরো সংবাদ



premium cement