২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুস্তিগির নাভিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

কুস্তিগির নাভিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান - ছবি: সংগৃহীত

ইরানের কুস্তি চ্যাম্পিয়ন নাভিদ আফকারির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার দেশটির সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। ২০১৮ সালে সরকারবিরোধী বিক্ষোভের সময় এক নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাতের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে বিচার চলাকালে আফকারি অভিযোগ করেছিলেন মিথ্যা স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে নির্যাতন করা হয়েছে। ইরানের বিচার বিভাগ এই অভিযোগ অস্বীকার করেছিল।

সম্প্রতি আফকারির মৃত্যুদণ্ড বাতিলের আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান সেসব হুমকি বা আহ্বান কানে তোলেনি।

দক্ষিণের প্রদেশ ফার্সের বিচার বিভাগের প্রধানের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম বলেছে, ভিক্টিমের পরিবার ও অভিভাবকদের অনুরোধে আইনগত প্রক্রিয়া শেষে আজ সকালে আফকারির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।


আরো সংবাদ



premium cement