০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কাজের অনুমতি না দিলে সিঙ্গাপুরে ফিরে যাবো : ড. বিজন কুমার শীল

- সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী এবং করোনা শনাক্ত ‌কিটের আবিস্কারক ড. বিজন কুমার শীল প্রতিষ্ঠানটির সব ধরনের কাজ থেকে বিরত আছে৷ নাগরিকত্ব এবং ভিসা জটিলতায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

ড. বিজন জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হলেও তিনি আগেই বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন৷ এতদিন বাংলাদেশে তার কাজ করতে অসুবিধা না হলেও জুলাইয়ে ইমিগ্রেশন বিভাগ বলে দিয়েছে, বিদেশি নাগরিক হিসেবে কাজের অনুমতি না নিয়ে তিনি কাজ করতে পারবেন না৷ 

ড. বিজন গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে টুরিস্ট ভিসায় আসেন৷ সেই ভিসার মেয়াদ আরো এক বছর বাড়ানো হলেও বলে দেয়া হয়েছে যে, এখানে কাজ করতে হলে অনুমোদন লাগবে৷ গণস্বাস্থ্য কেন্দ্র এরইমধ্যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপটমেন্ট অথরিটির (বিআইডিএ) কাছে তার কাজের অনুমোদন চেয়েছে৷ বিআইডিএ জানিয়েছেন, ‘‘অনুমোদনের বিষয়টি কোন পর্যায়ে আছে তা জানানো সম্ভব নয়৷ এটি একজন ব্যক্তির গোপন তথ্য৷’’

ড. বিজন জানান, তিনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গিয়ে ২০০২ সালে সেখানকার সিভিল সার্ভিসে যোগ দেন৷ ওই দেশের নিয়ম অনুযায়ী সেখানকার সিভিল সার্ভিসে চাকরি করতে হলে সে দেশের নাগরিক হতে হয়৷ আর সিংগাপুরে দ্বৈত নাগরিকত্বের বিধান নেই৷ ফলে তাকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করতে হয়৷ 

তিনি গত জানুয়ারি মাসে যখন বাংলাদেশে আসেন তখন টুরিস্ট ভিসায় আসেন৷ এক বছরের এই ভিসা তার আগেই নেয়া ছিলো৷ যার মেয়াদ জুলাই মাসে শেষ হলে তিনি আরও এক বছরের টুরিস্ট ভিসা পান৷ কিন্তু এবার শর্ত দেয়া হয়েছে যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে তিনি কাজ করতে পারবেন না৷

ড. বিজন জানান, ‘‘গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আমার জন্য বিদেশি হিসেবে কাজ করার অনুমতির আবেদন আগেই করা হয়েছে৷ কিন্তু সেই অনুমতি এখনো না দেয়ায় আমি এখনো টুরিস্ট ভিসায়ই আছি৷’’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরী জানান, ‘‘আমরা প্রয়োজনীয় কাগজপত্রসহ তার ওয়ার্ক পারমিটের আবেদন করেছি৷ সে বাংলাদেশের একজন কৃতি বিজ্ঞানী৷ তাকে আমরা সারাজীবন গণস্বাস্থ্য কেন্দ্রে রাখতে চাই৷ কিছু লোক নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে৷ আমার ধারণা এটা ঠিক হয়ে যাবে৷’’

ড. বিজন বলেন, ‘‘আমি জুলাই থেকে গণস্বাস্থ্য কেন্দ্রের সব ধরনের কাজ থেকে বিরত আছি৷ যেহেতু টুরিস্ট ভিসার শর্ত হলো আমি এখানে কোনো প্রতিষ্ঠানের সাথে সরকারের ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করতে পারব না৷ তাই কাজ করছি না৷’’

বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশে কাজের অনুমতি দেয়ার জন্য কাজ করে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ)৷ প্রতিষ্ঠানটির পরিচালক আরিফুল হক জানান, ‘‘আবেদনটি আমাদের এখানে বিবেচনাধীন আছে৷ কিন্তু বিষয়টি ব্যক্তিগত, তাই কোনো তথ্য দেয়া যাবে না৷’’

প্রতিবছর গড়ে ১০ হাজারেরও বেশি বিদেশি নাগরিক বাংলাদেশে কাজের অনুমতি চেয়ে বিআইডিএ-তে আবেদন করে৷ সাধারণত নিয়োগকারী কর্তৃপক্ষই এই আবেদন করে থাকে৷ ১০ ধরনের কাগজপত্র জমা দিতে হয় আবেদনের সঙ্গে৷

আরিফুল হক জানান, ‘‘কাগজপত্র ঠিক থাকলে এক-দুই দিনের মধ্যেই আমরা অনুমোদন দিই৷’’ কিন্তু ড. বিজন কুমার শীলের পক্ষে আবেদন করা হয়েছে গত মার্চ মাসে৷ এখনো অনুমোদন মেলেনি৷ তিনি বলেন, আইন সবার জন্য সমান৷ তার কাগজপত্র ঠিক থাকলে অনুমতি পেয়ে যাবেন৷

ড. বিজন কুমার শীলের জন্ম ১৯৬১ সালে নাটোরে৷ তিনি বনপাড়া সেন্ট জোসেফ স্কুল থেকে এসএসসি ও পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন৷ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরেনারি মেডিসিনে মাস্টার্স করা বিজন কুমার ডক্টরেট করেছেন ইংল্যান্ডের সারে ইউনিভার্সিটি থেকে ১৯৯১ সালে৷ ওখানে তিনি ১০ বছর কাজ করেন৷ ২০০২ সাল থেকে তিনি সিংগাপুরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল এনভায়রোনমেন্ট এজেন্সিতে কাজ শুরু করেন৷ সার্স ভাইরাস পরীক্ষার কিটের প্যাটেন্ট ড. বিজন কুমারের নিজের৷ তিনি সিংগাপুরের ন্যাশনাল এনভায়োরোমেন্ট এজেন্সিতে চাকরিরত অবস্থায় ২০০৩ সালে এই কিট আবিস্কার করেন৷

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে গত ১ ফেব্রুয়ারি ভাইরোলজি বিভাগে চেয়ারপার্সন হিসেবে যোগ দেন তিনি৷ একই সঙ্গে তিনি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী হিসেবেও যোগ দেন৷

ড. বিজন বলেন, ‘‘আমি দেশের মানুষের জন্য কাজ করতে দেশে এসেছি৷ তারাই বিবেচনা করবে আমি কিছু করেছি কিনা৷ আমাকে কাজের অনুমতি না দিলে আমি সিঙ্গাপুরে ফিরে যাব৷’’

তিনি এখন সিঙ্গাপুরের নাগরিকত্ব ছেড়ে ফের বাংলাদেশের নাগরিকত্ব নেবেন কিনা জানতে চাইলে বলেন, ‘‘সে সিদ্ধান্ত আমি এখনো নেইনি৷ এখনো সেটা ভাবার সময় আসেনি৷’’

তিনি এখন তার আগের গবেষণার বিষয় নিয়ে ব্যক্তি পর্যায়ে লেখালেখি করছেন৷ আর নিজে থেকে নতুন একটি গবেষণায় হাত দিয়েছেন বলে জানান। সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement