২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্যও অনুমোদন নিতে হবে

- সংগৃহীত

প্রিন্ট মিডিয়া, টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্যও সরকারের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রিন্ট মিডিয়া যদি তাদের প্রিন্ট সংস্করণ হুবহু অনলাইনে দেয়, তাহলে অনুমোদন লাগবে না। কিন্তু এর থেকে নড়চড় হলে অনুমোদন লাগবে।’

দেশের সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং রেডিওর অনলাইন নিউজ পোর্টাল চালানোর জন্য আলাদা আলাদা নিবন্ধন বাধ্যতামূলক করে সোমবার জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ এর সংশোধিত খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মন্ত্রিসভার বৈঠকে নতুন কিছু নীতিমালা অন্তর্ভুক্ত করে ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা, ২০১৭’ (সংশোধিত, ২০২০) এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যোগ দেন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে যোগ দেন।

সভা শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পত্রিকাগুলো যদি হুবহু কাগজে যা ছাপছে, সেটাই যদি অনলাইনে দিয়ে দেয় তাহলে কোনো অনুমতি (নিবন্ধন) লাগবে না। কিন্তু যদি কেউ ভেরিয়েশন করে তখন তাকে অনুমতি নিতে হবে।’

তিনি বলেন, ‘রেডিও-টেলিভিশন তো অনলাইন করার জন্য নয়। তারপরও নিজেদের মাধ্যমের অনলাইন করতে হলে রেডিও-টেলিভিশন দুটোকেই অনুমতি নিতে হবে। নিবন্ধন নিতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা-অযোগ্যতা, নিবন্ধন ফি, কর্তৃপক্ষ নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল এবং বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিও সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না।’

এগুলো অন্তর্ভুক্ত করে মন্ত্রিসভার বৈঠকে খসড়া উপস্থাপন করা হয়েছে এবং এনিয়ে আলোচনা করা হয়েছে, বলেন তিনি।

অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য কমিশন গঠনের বিদ্যমান নীতিমালার বিধান রয়েছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, যতক্ষণ পর্যন্ত সম্প্রচার কমিশন না হবে, ততক্ষণ তথ্য মন্ত্রণালয় যে কর্তৃপক্ষ নির্ধারণ করবে সেটাই কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হবে।’

শেখ কামালের জন্মদিন উদযাপন

মাদক-সংক্রান্ত মামলার বিচারের আদালত গঠনের জন্য এবং এ জাতীয় মামলার জট কমানোর জন্য পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ট্রাইব্যুনাল গঠনের বিধান বাতিল করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল ২০২০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়াও, মন্ত্রিসভায় মেডিকেল কলেজ (পরিচালনা কমিটি) (বাতিল) বিল-২০২০ এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

এ সভায় ২০১২ সালের ২ জানুয়ারি গৃহীত সোনাদিয়া দ্বীপে সমুদ্রবন্দর কর্তৃপক্ষ বিল ২০১২-এর খসড়া নীতিগত অনুমোদনে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাতিল করার প্রস্তাবও মঞ্জুর করে।

অন্যদিকে, জাতির পিতার বড় ছেলে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন প্রতি বছরের ৫ আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন করার প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা এবং দিনটিকে ‘ক’ সিরিয়ালে (তালিকায়) অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।


আরো সংবাদ



premium cement