০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

করোনা রোগীর ফুসফুসের সফল প্রতিস্থাপন

করোনা রোগীর ফুসফুসের সফল প্রতিস্থাপন - প্রতীকী ছবি

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইনট্রাসেরিব্রাল হেমারেজে করোনা আক্রান্ত রোগীর ব্রেন-ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হয়। তারপরই তার হৃৎপিণ্ড, ফুসফুস ও হাত প্রতিস্থাপন করা হয়। মৃতের স্ত্রী জানান, তার স্বামী নিজের অন্যান্য অঙ্গও দান করতে চেয়েছিলেন।

ভারতের চেন্নাইয়ে গত ২৭ আগস্ট এক কোভিড-আক্রান্ত ব্যক্তির হৃৎপিণ্ড ও ফুসফুসের সফল প্রতিস্থাপন করা হয়। এশিয়ায় এই প্রথমবারের মতো কোনো কোভিড-১৯ আক্রান্ত রোগীর ফুসফুস প্রতিস্থাপন করা হলো। মৃতের হাতও প্রতিস্থাপন করা হয়েছে এক তরুণীর শরীরে। মৃতের স্ত্রী জানিয়েছেন, স্বামীর অন্য অঙ্গও দান করতে চান।

ভারতীয় গণমাধ্যমগুলোর দেয়া খবরে জানা যায়, করোনা সংক্রমণের প্রভাবে গত ৮ জুন এক ব্যক্তির ফুসফুস ক্রমশ বিকল হতে শুরু করে। শ্বাসকষ্টের পাশাপাশি শরীরে অক্সিজেনের মাত্রাও কমতে থাকে। ২০ জুন থেকে ভেন্টিলেটরে রাখা হয় ওই ব্যক্তিকে। শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাওয়ায় ২০ জুলাই গাজিয়াবাদ থেকে চেন্নাইয়ের অ্যাপোলো গ্লেনেগলস গ্লোবাল হাসপাতালে স্থানান্তর করা হয় আক্রান্তকে।

সেখানেই গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইনট্রাসেরিব্রাল হেমারেজে রোগীর ব্রেন-ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হয়। তারপর তার হৃৎপিণ্ড, ফুসফুস ও হাত প্রতিস্থাপন করা হয়। মৃতের স্ত্রী জানান, তার স্বামী নিজের অন্যান্য অঙ্গও দান করতে চেয়েছিলেন।

দিল্লির ৪৮ বছর বয়স্ক এক ব্যক্তির শরীরে তার ফুসফুসটি প্রতিস্থাপন করা হয়। বর্তমান তিনি আইসিইউতে থাকলেও তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।

হাসপাতালের চেয়ারম্যান তথা চিকিৎসক কে আর বালকৃষ্ণন জানান, নিজেদের সংক্রমণের ঝুঁকি অগ্রাহ্য করেই চিকিৎসক ও সাপোর্ট স্টাফেরা ওই প্রতিস্থাপনে অংশ নিয়েছিলেন। তা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তারা খুশি বলে জানান তিনি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও জি নিউজ


আরো সংবাদ



premium cement
বগুড়ায় লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৭ ডাকাত গ্রেফতার যে কারণে দিনে ৫ শতাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন : মুজিবুর রহমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি বন্ধে চান্দিনায় চালকদের মানববন্ধন গাজায় যুদ্ধবিরতি বজায় রাখতে একমত ট্রাম্প ও সিসি বান্দরবানে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আখাউড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ১২ কেজির এলপি গ্যাসের দাম বাড়ল ১৯ টাকা ভারত কেন পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহারে উঠেপড়ে লেগেছে, প্রশ্ন ড. মাসুদের প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা এখনো আগের মতোই চাঁদাবাজি চলছে, বাজারে সিন্ডিকেটও আছে : সারজিস

সকল