২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২৪,৬৬৪

-

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আট লাখ ২৪ হাজার ৬৬৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৯৫৪ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ১৭ হাজার ১৫৬ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ১৭ হাজার ৬৬৫ জনের।

এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৫৮ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন এক লাখ ৭৯ হাজার ৭০৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সঙ্কটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আরো সংবাদ



premium cement