গুগলের চাকরি খোঁজার নতুন অ্যাপ ‘কর্ম জবস’
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ আগস্ট ২০২০, ২১:১১, আপডেট: ২০ আগস্ট ২০২০, ২১:১২
‘কর্ম জবস’ নামে চাকরি খোঁজার নতুন অ্যাপ নিয়ে এসেছে গুগল। এই মুহূর্তে চাকরির সন্ধান করছে যারা তাদের জন্য সুবিধা করবে এই অ্যাপ। মূলত ভারতীয়দের চাকরির জন্য এই অ্যাপ নিয়ে এসেছে জায়েন্ট টেক সংস্থা গুগল।
গুগল জানিয়েছে গত বছর গুগল পে মারফত চাকরি সন্ধানীদের জন্য বিভিন্ন সুযোগ হাতের কাছে এনে দিয়েছিল সংস্থা। সেই চাহিদাই পূর্ন করতে এখন ব্যবসা, বাণিজ্য এবং ম্যানেজমেন্ট এর চাকরির সন্ধান থাকবে কর্ম জবস অ্যাপে।
গুগল রিজিওনাল ম্যানেজার এবং অপারেশনস লিড (কর্ম জবস) বিকি রাসেল বলেছেন প্রথমে বাংলাদেশে চালিত হয়েছিল (২০১৮ সালে) এবং পরে কর্ম জবস ব্র্যান্ডের অধীনে ইন্দোনেশিয়ায় চালু হয়েছিল। গত বছর গুগল পে অ্যাপ্লিকেশনে গুগল ‘জবস অফ স্পট’ ব্র্যান্ডের আওতায় ভারতেও অনুরূপ চাকরির সন্ধান দেওয়া শুরু করেছিল।
জোমাটো এবং ডানজোর মতো সংস্থাগুলি পরিষেবাটি ব্যবহার করে প্রয়োজনীয় দক্ষতা, অভিজ্ঞতার লোক খুঁজে নিয়েছে। প্ল্যাটফর্মে দুই মিলিয়নেরও বেশি যাচাই করা চাকরির সন্ধান রয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা