০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডিইউজের ৩ দিনের কর্মসূচি

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনের পৃথক কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। কর্মসূচির মধ্যে রয়েছে বিষয় ভিত্তিক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। এসব কর্মসূচি সফল করতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।

আগামী ১৩ আগস্ট বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ''১৫ আগস্ট : নেপথ্যের কুশীলবদের বিচার কমিশন চাই'' শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

আগামী ১৪ আগস্ট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আবদুস সালাম হলে অনুষ্ঠিত হবে জাতির পিতার শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও করোনাকালে সাংবাদিকদের জন্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহায়তা প্রদান অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক এমপি।

আগামী ১৫ আগস্ট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement