আনন্দের কোচিং-এ বাংলাদেশের তিন দাবাড়ু
- ক্রীড়া প্রতিবেদক
- ০৮ আগস্ট ২০২০, ২২:৫১
প্রথমে বলা হয়েছিল বাংলাদেশে শুধু নোশিন আনজুম কোচিং পাবেন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দসহ নাম করা ছয় সুপার গ্র্যান্ডমাস্টারের। কিন্তু দাবা ফেডারেশনের অনুরোধে এখন তিনজন পাচ্ছেন এই কোচিং। বাকী দুইজন হলেন ওয়ালিজা রহমান ও জান্নাতুল ফেরদৌস। নোশিন ও ওয়ালিজা ১ আগস্ট থেকে কোচিং পাচ্ছেন। জান্নাতুল ৭ আগস্ট যোগ দেন এই অনলাইন কোচিংয়ে।
এশিয়ান দাবা ফেডারেশন এই কোচিং-এর উদ্যোক্তা। ২০ আগস্ট পর্যন্ত চলবে তা। দাবা ফেডারেশনের সেক্রেটারি সৈয়দ শাহাবুদ্দিন শামীম জানান এই তথ্য।
এদিকে কন্টিনেন্টাল দাবা অ্যাসোসিয়েশন আয়োজিত ৪৮তম বার্ষিক দাবায় বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৩ খেলায় ২ পয়েন্ট অর্জন করেছেন। তিনি প্রথম ও দ্বিতীয় খেলায় জয় পান। দ্বিতীয় ম্যাচে হার মানেন এক গ্র্যান্ডমাস্টারের কাছে। বিভিন্ন দেশের ২৫ গ্র্যান্ডমাস্টারসহ ১২২ জন দাবাড়ু এই অনলাইন দাবায় অংশ নিচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা