২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

বাঙালি মেয়েদের ডাইনি ভাবে অবাঙালিরা

বাঙালি মেয়েদের ডাইনি ভাবে অবাঙালিরা - ছবি : সংগৃহীত

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় সমাজের আদালত দায়ী করছে সুশান্তের বাঙালি বান্ধবী রিয়া চক্রবর্তীকে। বাঙালি মেয়ে মাত্রই ডাইনিবিদ্যায় পারদর্শী, বলছে হিন্দিভাষীরা।

রীতিমত চমকে দেয়ার মতো টুইট একের পর এক। বেশিরভাগ মন্তব্যই আসছে মহিলাদের থেকে। যারা প্রত্যেকে অবাঙালি এবং প্রত্যেকেই মনে করেন, ডাকিনীবিদ্যা, মারণ-উচাটন, জাদুটোনায় দক্ষ বাঙালিনীদের হাতে পড়লে এই দশাই হয়। যেমন বান্ধবী রিয়া চক্রবর্তীর পাল্লায় পড়ে হয়েছিল বেচারি সুশান্ত সিং রাজপুতের৷ সুশান্তের ফ্ল্যাটে রিয়া যে ঝাড়ফুঁক করতেন, এমন ‘‌স্বচক্ষে’‌দেখা প্রতিবেশীর সন্ধানও পাওয়া গেছে, যাঁরা এই গুজবে আরও ইন্ধন জোগাচ্ছেন৷ উঠে আসছে ভারতের অবাঙালি সমাজের তীব্র বাঙালি বিদ্বেষের ছবি৷

বাংলার এবং ভারতের একমাত্র স্বঘোষিত ‘‌উইচ’ ইপ্সিতা রায় চক্রবর্তী বাঙালি মেয়েদের এই ডাইনি বলে দেগে দেয়া সম্পর্কে বললেন,‘‌তন্ত্র জিনিসটা তো এক কালে ভালই ছিল। মানে ইট ওয়াজ আ সায়েন্স, ইট ওয়জ আ ফিলোসফি। তার পরে তো এখন ডিজেনারেট করতে করতে শুধু বেঙ্গলে নয়, সব জায়গায়ই, যেখানে তন্ত্রর নাম হয়, কি তান্ত্রিকের নাম হয়, ইট ইজ আ ব্যাড থিং। কেন না ওইটাকে অ্যাবিউজ করে। নানাভাবে অ্যাবিউজ করে, তন্ত্রর নাম দিয়ে। কিন্তু বাঙালি মেয়েদের যেটা ছিল, তাদের (‌তন্ত্রসাধনার)‌ অংশ, কজনের নাম (‌লোকে জানে)‌!‌হ্যাঁ, নিশ্চয়ই ইন আ ভেরি গুড ওয়ে ছি। যেমনি শ্রী‌ রামকৃষ্ণের সাথে ছিল। কিন্তু এটাও ঠিক, মেয়েদের অনেকভাবে ইউজও করত তান্ত্রিকর। তখনও, এখনও৷ যেটাকে বলে ‘‌ভৈরবী’। সেটা তো ইউজিং অফ দ্য ওম্যান। তাই জন্যে আমার মনে হয়, শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আমাদের দেশে মেয়েদের সব সময়ই ইউজ করা হয়েছে। আজকেও মেয়েরা বিয়ইং ব্যাটার্ড, দে আর বিয়িং অ্যাবিউজড৷ শুধু তন্ত্রে কেন, অনেক বিষয়ে৷ বাড়িতে, ঘরে, বাইরে, সব জায়গায়।’

কিন্তু এ তো গেল সামগ্রিক সমস্যার একটা দিক। কিন্তু এর অন্যত্র একটা দিক আছে, যেটা আরো বিপজ্জনক। যে কোনো বাঙালির পক্ষে। বাকি ভারতে বাঙালিদের খাটো করে দেখার একটা চেষ্টা। বাঙালি মেয়েরা ডাকিনী–বিদ্যায় সিদ্ধহস্ত, সুশান্ত সিং রাজপুতের বাঙালি বান্ধবী সম্বন্ধে এই মন্তব্য আসলে অবাঙালি হিন্দিভাষী সমাজের বাংলা এবং বাঙালিদের প্রতি চূড়ান্ত বিতৃষ্ণারই প্রকাশ। ঠিক যেভাবে খাটো করে দেখানোর চেষ্টা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মহৎ প্রতিভা, সত্যজিৎ রায়, কিংবা অমর্ত্য সেনের বিশ্বজোড়া সাফল্য, স্বীকৃতিকে, বাঙালির বিদ্যাচর্চা, বা সংস্কৃতিমনস্কতা যেভাবে উপহাসের উপলক্ষ্য হয়ে ওঠে, এটাও তার আরেকটা দিক।

সমাজকর্মী পল্লবী ব্যানার্জি মনে করেন, হিন্দি বলয়ের এই বাঙালি বিদ্বেষ এবং বিরোধিতার পুরো প্রেক্ষিতটা আসলে রাজনৈতিক। যেহেতু বাঙালিরা নিজেদের জাতিসত্তার স্বীকৃতির দাবিতে আজ আগের থেকে অনেকটাই সরব, এবং ভারতের কেন্দ্র সরকারে যে দলই ক্ষমতায় থাকুক, বাঙালি এক দীর্ঘ সময় ধরে তাদের বিরোধী দলকে ভোট দিয়ে জিতিয়ে এসেছে, হিন্দি বলয়ের বাঙালি বিরোধিতার মূল কারণ সেটাই। এর পাশাপাশি আরো এক প্রচলিত বিশ্বাসের কথা বললেন পল্লবী, যে বাঙালিদের মাতৃতান্ত্রিক সমাজ অবাঙালিদের না–পসন্দ৷ পল্লবীর কথায়, ‘‌আমি এটা বহু অবাঙালিকে, অবাঙালি বলতে আমি উত্তর ভারতের অবাঙালির কথাই বলছি, তাদের বলতে শুনেছি, যে বাঙালিরা মেয়েদের খুব মাথায় তুলে রেখেছে! এবং এটা একটা খারাপ কাজ হিসেবেই ওরা বলে থাকে৷ যে ‘‌সর পে চড়হা রাখ্‌খা হ্যায়৷‌’এই কথাটাই বলে৷ এবং ওরা যেহেতু জানে, যে মেয়েরা মাথায় তোলার জিনিস নয়, পায়ের নিচে পিষে রাখার জিনিস, সে জন্যে কোনো মহিলা (‌যখন)‌ জড়িত কোনো ঘটনায়, এই বাঙালি বিদ্বেষটা চট করে সামনে চলে আসে!’

সূত্র : ডয়েচে ভেলে


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের নামে দুদকের মামলা বরিশালে স্কুলছাত্রের লাশ উদ্ধার সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানে বোমা হামলার হুমকি আসে : ডিএমপি বরিশালে বিএম কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত বিএনপি দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, শ্যামনগরে ১৪৪ ধারা জারি কোরআন পোড়ানোর প্রতিবাদে রাবি শাখা শিবিরের উদ্যোগে কোরআন বিতরণ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় করা পেছাল আইএমএফ আখাউড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ সাংবাদিক ফারজানা রুপা-শাকিলের জামিন স্থগিত

সকল