২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া জগতের মানুষরা

ঈদের শুভেচ্ছা জানালেন ক্রীড়া জগতের মানুষরা -

ঈদুল আজহা পালন হচ্ছে গোটা বিশ্বজুড়ে। শনিবার সেই শুভ দিনের শুভেচ্ছা জানালেন বিশ্বের ক্রীড়াবিদরা। সেই তালিকায় রয়েছেন, ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, যুবরাজ সিং, ইরফান পাঠান ছাড়াও ম্যানেচস্টার ইউনাইটেডের ফরোযার্ড ওদিও ইঘালু। গোটা বিশ্ব থেকে ক্রীড়াবিদরা তাদের ফ্যানদের শুভেচ্ছা জানাচ্ছেন। অন্যবছরের মতো অবশ্য এ বার সেই পর্যায়ে উদ্যাপন সম্ভব হচ্ছে না কোভিড-১৯-এর জন্য। শুভেচ্ছা আদান-প্রদান চলছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। এ দিন যুবরাজ সিং লেখেন, ‘ঈদুল আজহার শুভেচ্ছা। সুখ, সাফল্য ও শান্তি আসুক।’

রোহিত শর্মা টুইটে লেখেন, ‘ঈদ মুবারক!! ঈদুল আজহার জন্য শুভেচ্ছা তাদের যারা পালন করছেন। দারুণ কাটুক।’

ভাই ইউসুফ পাঠানের সাথে একটি ছবি পোস্ট করেন ইরফান পাঠান। সেখানে তিনি লেখেন, ‘আশা করব আমরা সবাই আমাদের ইগো বিসর্জন দিতে পারব এই ঈদে। সবাইকে পাঠান পরিবারের তরফে ঈদ মুবারক।’

সুরেশ রায়না লেখেন, ‘ঈদ মুবারক সবাইকে। পরিবারের সাথে ভালো থাকুন এই ঈদ খুব ভালো কাটুক।’

প্রাক্তন শ্রীলঙ্কা ক্রিকেটার কুমার সঙ্গাকারা এই শুভদিনে তার ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘সবাইকে ঈদ মুবারক।’

ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ওদিও ইঘালু টুইট করে তার ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমার সব মুসলমান পরিবারকে ঈদের শুভেচ্ছা।’

এ বছর ১ অগস্ট ঈদুল আজহা পালন হয় উপমহাদেশে। উৎসব শুক্রবার (৩১ জুলাই) পালন করা হয়েছে অনেক দেশেই গোটা বিশ্বে। স্থানীয়ভাবে চাঁদের অবস্থানের ভিত্তিতে এই ঈদ শনিবার পালনের সিদ্ধান্ত হয়।

কোভিড-১৯-এর নিয়মাবলী মেনেই ঈদুল আজহা সারাবিশ্বে পালিত হয়।


আরো সংবাদ



premium cement