০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

করোনায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহসীন চৌধুরীর মৃত্যু

- সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী মারা গেছেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার সকাল সাড়ে ৯টায় সেখানেই তার মৃত্যু হয়। জনপ্রশাসন সচিব শেষ ইউসুফ হারুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালযের সিনিয়র সচিবর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা যায়, করোনা সংক্রমণ ধরা পড়ার পর মাসখানেক আগে সিএমএইচে ভর্তি হন মোহসীন চৌধুরী। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে তাকে প্লাজমা থেরাপিও দেয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি।

উল্লেখ্য, মোহসীন চৌধুরী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর ছোট। তিনি হাসপাতালে থাকা অবস্থায় গত ১৪ জুন সিনিয়র সচিবের মর্যাদা পান।

মোহসীন চৌধুরীর জন্ম ১৯৬৩ সালের ১ জানুয়ারি, কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে বিএসসি (সম্মান) ও এমএসসি করেন। ১৯৮৫ সালে তিনি সিভিল সার্ভিসে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

চলতি বছরের ৮ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগ দেয়ার আগে মোহসীন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।


আরো সংবাদ



premium cement
পাবনায় পুলিশের কাছ থেকে আ’লীগ সভাপতিকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা! কুড়িগ্রামে সাবেক মহিলা এমপি নাজনীন সুলতানা আটক ঢাকার রাস্তা থেকে দুই অজ্ঞাত লাশ উদ্ধার আ’লীগ পুনর্বাসনে উঠে পড়ে লেগেছে মিডিয়া ও আমলারা : হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে ২ দিনে নিষিদ্ধ ছাত্রলীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী নিহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দ্রুত সই করতে চায় জাপান মঈন খানের নেতৃত্বে চীন যাবে বিএনপি ও শরিকদের প্রতিনিধিরা জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্যবিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের মানববন্ধন আফ্রিকা সফরে গেছেন পররাষ্ট্র সচিব জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে পৌনে ২৭ হাজার কোটি টাকা

সকল