২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকায় জানাজা শেষে সামীম আফজালের লাশ নেয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়

ঢাকায় জানাজা শেষে সামীম আফজালের লাশ নেয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় - ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ ফজর মোহাম্মদপুরের জহুরি মহল্লার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সামীম মোহাম্মদ আফজাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তার বয়স হয়েছিল ৬৩ বছর। তার স্ত্রী, এক কন্যা রয়েছে।

তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জালাল আহমেদ জানান, সামীম মোহাম্মদ আফজালের প্রথম নামাজে জানাজা শুক্রবার বাদ ফজর তার বাসভবন জহুরি মহল্লার স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় নারিন্দার মুসরীখোলা দরবার শরীফে আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এই জানাজায় ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আনিস মাহমুদ শরীক হন। এখানে জানাজা শেষে লাশ তার মরহুমের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে সদর উপজেলার তারওয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।

সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি, ধর্ম সচিব মো. নুরুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এছাড়াও তার মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আনিস মাহমুদ ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালকের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সামীম মোহাম্মদ আফজাল ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ইসলামিক ফাউেন্ডশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে দীর্ঘ ২৫ বছর জেলা ও দায়রা জজসহ বিচার বিভাগীয় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন সামীম মোহাম্মদ আফজাল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত রাজনীতিকে দু’ভাগ করা হয়েছে : জি এম কাদের ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে মৃত বেড়ে ৯৪ হাসিনাকে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব : সাকি আ’লীগ নেতাদের নিয়ে ’জাগোনারীর’ সমাবেশ, আমন্ত্রণে নেই বিএনপি-জামায়াত জাহাজে ৭ খুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের বিদায়ী সাক্ষাৎ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা

সকল