বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ২১ জুন ২০২০, ১০:৫৮, আপডেট: ২১ জুন ২০২০, ১০:৫১
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে আজ। আকাশ পরিষ্কার থাকলে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, বাংলাদেশের আকাশে বেলা ১১টা ১৭ মিনিটে গ্রহণ শুরু হলেও ঢাকার আকাশে শুরু হবে ১১টা ২৩ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, রাজশাহী ও রংপুরে সকাল ১১টা ১৭ মিনিটে, খুলনায় সকাল ১১টা ২০ মিনিটে, ঢাকা ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সকাল ১১টা ২৩ মিনিটে, সিলেটে সকাল ১১টা ২৭ মিনিটে এবং চট্টগ্রামে সকাল ১১টা ২৮ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।
দেশে সূর্যগ্রহণ শেষ হবে ২টা ৪৮ মিনিট থেকে ৫৫ মিনিটের মধ্যে।
আবহাওয়া অফিস আরও জানায়, কঙ্গো প্রজাতন্ত্রের ইম্পফোন্ডো শহরে সকাল ৯টা ৪৬ মিনিটে সূর্যগ্রহণ শুরু হয়েছে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে ভারতের যোশীমঠ শহরে বেলা ১২টা ৪০ মিনিটে এবং ফিলিপিন্সের মিন্দানাও শহরে বেলা ৩টায় ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শেষ হবে। ইউএনবি