সংসদ সদস্য সহিদ ও তার পরিবারের আয়করের নথি চেয়েছে দুদক
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জুন ২০২০, ১৫:২৪, আপডেট: ১৮ জুন ২০২০, ১৫:১৬
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সহিদ ইসলাম, তার পরিবার ও শ্যালিকার আয়করের নথিপত্র চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থার মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন এনবিআরের কাছে সংশ্লিষ্টদের আয়করের নথিপত্র চেয়েছেন। সেই সাথে সংসদ সদস্য সহিদ ও তার স্ত্রী সেলিনা ইসলামের নির্বাচনী হলফনামা পেতে নির্বাচন কমিশনে তাগিদপত্র দিয়েছে দুদক।
প্রণব কুমার বলেন, ‘সংসদ সদস্য সহিদ ও তার পরিবারের বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। এ অবস্থায় অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দেবেন। এটি অনুসন্ধান ও তদন্ত পর্যায়ের রুটিন কাজ। যতটুকু জানি, সংসদ সদস্য সহিদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।’
দুদক সংসদ সদস্য সহিদ ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে বুধবার পুলিশের বিশেষ শাখাকে অনুরোধ জানায়।
এর আগে গত ৯ জুন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন এক চিঠিতে সংসদ সদস্য সহিদ, তার স্ত্রী, মেয়ে ও শ্যালিকার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, টিআইএন নম্বর ও আয়কর রিটার্নসহ ব্যক্তিগত নথিপত্র তলব করেন।
উল্লেখ্য, কুয়েত পুলিশ গত ৬ জুন সেখানকার এক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সহিদ ইসলামকে ‘আটক’ করে। ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা