সাচী হেলথ টেকের পরীক্ষামূলক জীবাণুনাশক ট্যানেল স্থাপন
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ মে ২০২০, ০৬:০২, আপডেট: ২৩ মে ২০২০, ০৫:৫৬
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্থাস্থ্যবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান সাচী হেলথ টেক তাদের পারসোনাল প্রোটেক্টিভ প্রোডাক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে জীবাণুনাশক টানেল স্থাপন শুরু করেছে।
এই প্রোডাক্টটি ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সামনে স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে সাচী হেলপ টেকের জীবানুনাশক ট্যানেল পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাচী হেলথ টেকের চেয়ারম্যান সাচী চৌধুরী এটি উদ্বোধন করেন।
সাচী চৌধুরী বলেন, বৈশ্বিক এই মহামারিতে মানব কল্যানে কাজ করার ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটি একটি নতুন মাত্রা যোগ করতে পারে। এই জীবানুনাশক টানেলের ভিতর দিয়ে হেটে গেলে অটোমেটিক লেজার ন্সেসর এক্টিভ হয়ে ব্যক্তির উপর স্প্রে হবে। তাই আমরা মানবসেবার কথা চিন্তা করে পরীক্ষামূলকভাবে এই জীবাণুনাশক ট্যানেল স্থাপন করেছি।