কওমি মাদরাসা বন্ধ ঘোষণা, পরীক্ষা যথাসময়ে হবে
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ মার্চ ২০২০, ১৯:৫২, আপডেট: ১৭ মার্চ ২০২০, ২১:৪৮
দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীৃর কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস বৈঠকে সভাপতিত্ব করেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠক থেকে কওমি মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে দাওরায়ে হাদিসসহ অন্যান্য জামাতের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে। প্রত্যেক ছাত্রকে এককভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে বেশি বেশি দোয়া-ইসতেগফার পড়ার আহ্বান জানানো হয়েছে।
হাইয়াতুল উলইয়ার অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরুর কথা রয়েছে। এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শাবান মোতাবেক ২৮ মার্চ শুরু হবে। সেই সাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরুর কথা রয়েছে।
১৬ মার্চ সোমবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা