০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচন

সভাপতিসহ ৬টিতে আওয়ামী লীগ, সম্পাদকসহ ১১টিতে বিএনপির জয়

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৬টিতে আওয়ামী লীগ, সম্পাদকসহ ১১টিতে বিএনপির জয় - নয়া দিগন্ত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) এবং সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরাম (নীল প্যানেল) প্রার্থীরা জয় লাভ করেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই ভোটের গণনা শেষে শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়।

এতে সভাপতি পদে অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সামছুর রহমান ফারুক নির্বাচিত হন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মো. সুলতান আহমেদ (৩), মো. জহিরুল হক, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুর রহমান তৌহিদ, ট্রেজারার মো. জালাল উদ্দিন, লাইব্রেরী সেক্রেটারি মো. আনোয়ারুল হক দীপু, এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি মোহাম্মদ এনামুল হক সরকার, সহ-এনরোলম্যান্ট অব এডভোকেটস্ এন্ড ফার্ণিচার সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন, রিক্রিয়েশন, কালচারাল এফেয়ার্স এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি মো. জামিল আহমেদ রাতুল এবং মেম্বার অব দ্য ম্যানেজিং কমিটির ৭টি পদে মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী, মো. লুৎফুর রহমান রাজন, মো. মনির হোসাইন, মো. সফি উল্লাহ, মো. জামাল হোসাইন, মো. দিদারুল হক চৌধুরী ও মো. সাইফুল ইসলাম।

নির্বাচন পরিচালনা সাব কমিটির আহবায়ক অ্যাডভোকেট মো. নেয়ামত উল্লাহ চৌধুরী জানান, জেলা আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে তারা জয়ী হয়েছেন। এ নির্বাচনে ১ হাজার ৯৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪৮ জন ভোট দেন


আরো সংবাদ



premium cement