১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

যেভাবে মেইল সিডিউল করে রাখবেন

যেভাবে মেইল সিডিউল করে রাখবেন - সংগৃহীত

কাজের চায়ে আপনি সব কিছু ভুলে যান। সময়মতো অফিসের প্রয়োজনীয় কাগজ, সিভি, দরকারী ডকুমেন্ট দিতে পারেন না। অনেক চেষ্টা করেও বিষয়টি সমাধান করতে পারছেন না। ভাবছেন, মেইল সিডিউল করে রাখতে পারলে কতইনা ভালো হতো।

গুগল নতুন ফিচার গুগল নতুন ফিচার নিয়ে এসেছে জিমেইলে। যার মারফত ১০০ এর বেশি ই-মেইল আগাম শিডিউল করে রাখতে পারবেন।

ডেক্সটপ ও ল্যাপটপ থেকে ই-মেইল শিডিউল করবেন যেভাবে
১) প্রথমে ডেক্সটপ থেকে জিমেইলের সাইট খুলুন। https://mail.google.com/
২) উইনডোর বাম দিকের কোণে কম্পোড ই-মেইল অপশনে ক্লিক করুন।
৩) ই-মেইল যাকে পাঠাবেন, তার মেইল আইডি ও বিষয়ের নাম লিখুন। মেইল লেখা হয়ে গেলে সেন্ড (Send) করার আগে, সেন্ড অপশনের পাশে অ্যারো চিন্থে ক্লিক করুন।
৪) এরপর একটি পপ্ আপ আসবে স্ক্রিনে। যেখানে তিনটে সময় অপশন থাকবে। সেটি আপনার পছন্দ না হলে নিচের Pick date and time অপশনে ক্লিক করুন।
৫) সেখানে তারিখ ও সময় বেছে নিয়ে শিডিউল করে রাখুন আপনার দরকারি ই-মেইল।


আরো সংবাদ



premium cement