২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মক্কায় লাগেজ হারিয়েছেন ৭৭২ জন হাজী

মক্কায় লাগেজ হারিয়েছেন ৭৭২ জন হাজী - ছবি : সংগৃহীত

হজফ্লাইট শুরু হওয়ার পর সৌদি আরবে গিয়ে এ পর্যন্ত লাগেজ হারিয়েছেন বাংলাদেশের ৭৭২ জন হাজী। এদের মধ্যে মক্কার হজ অফিস থেকে ৬৪৮ জন হাজি তাদের হারানো লাগেজ সনাক্ত করে নিয়েও গেছেন। তবে শুক্রবার রাত পর্যন্ত আরো ১২৪ টি লাগেজ মক্কার হজ অফিসে জমা রয়েছে বলে মক্কার হজ অফিস সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবছর যেসব হাজী সাহেবরা সাধারণ ফ্লাইটে অর্থাৎ রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতার বাইরের ফ্লাইটে হজে যাচ্ছেন তাদের লাগেজই হারাচ্ছে বেশি। তবে লাগেজ হারালেও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাংলাদেশের সব হাজীদের লাগেজই সৌদি আরবস্থ হজ অফিসে গিয়ে জমা হবে। পরে সেখান থেকে হাজিরা তাদের পিআইডি নাম্বারের সাথে মিলিয়ে ও নিজ নিজ লাগেজ সনাক্ত করে লাগেজ সংগ্রহ করতে পারেন। আর এজন্য সেখানকার হজ অফিসে নিজস্ব লোকজনও হাজিদের সহায়তার জন্য সার্বক্ষনিক সময়ের জন্য নিয়োজিত আছেন।

সূত্র আরো জানায়, এ বছর থেকে বিশেষ দু’টি সুবিধা পাচ্ছেন বাংলাদেশী হজযাত্রীরা। যেসব ফ্লাইটে শুধু হজযাত্রী বহন করা হবে কেবল তারাই এ সুবিধা লাভ করবেন। আর এই সেবাটির নাম দেয়া হয়েছে রুট টু মক্কা ইনিশিয়েটিভ। এই প্যাকেজের আওতায় যেসব হাজী সাহেবরা মক্কায় যাবেন তাদের লাগেজ বিমান বন্দর থেকে সরাসরি মক্কা-মদিনার হোটেলে পৌঁছে দেয়া হবে। এই হজযাত্রীদের আরো একটিি সুবিধা হচ্ছে প্রি ডিপার্টচার ইমিগ্রেশন। অর্থাৎ সৌদি আরবে পৌঁছার পর যে ইমিগ্রেশন হয় সেটা বিমানে ওঠার আগে ঢাকাতেই হয়ে যাবে। দু’টি সুবিধাই পাচ্ছেন কেবল ডেডিকেটেড হজ ফ্লাইট অর্থাৎ যেই ফ্লাইটে শুধু হজযাত্রী পরিবহন করা হচ্ছে সেই ফ্লাইটের যাত্রীরা। আর এই রুট টু মক্কার প্যাকেজর যাত্রীদের লাগেজ হারানোর কোনো আশংকাই থাকছে না।


আরো সংবাদ



premium cement
সোনার দেশ- এটিই হবে ভবিষ্যতের বাংলাদেশ জুলাই বিপ্লবে আহত বাবুকে নেয়া হচ্ছে থাইল্যান্ড সৈন্যের বিনিময়ে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে রাশিয়া! প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন

সকল