২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা - ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মিছিল নিয়ে গিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের সড়কে বসে পড়েন তারা।

এ সময় তারা উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে, বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ, উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন।

জানা গেছে, আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে আছেন। তাদের পুলিশ, কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন।

জুলাই-আগস্ট আন্দোলনে আহত এবং নিহত হয়েছে এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা সেখানে গেছেন। তাদের সবার দাবি, আহতদের ক্যাটাগরি বিন্যাসে যে বৈষম্য করা হয়েছে সেটি সংশোধন করতে হবে। একইসাথে শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

এ বিষয়ে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তারা।

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা তাদের কিছু দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা রাস্তা অবরোধ করেনি, কার্যালযয়ের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।’


আরো সংবাদ



premium cement
এ বছরের শেষের দিকে নির্বাচন : প্রধান উপদেষ্টা গুরুদাসপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ যশোরে ট্রাকের ধাক্কায় নারী নিহত দেশে খেলাপি ঋণ বেড়ে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা বিডিআর আর সাগর-রুনি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা : ডা: মাজহার কালীগঞ্জে চরকা টেক্সটাইলের যাত্রীবাহী বাসে আগুন পাহাড় কাটায় জড়িত শ্রমিক নয়, মালিকদের গ্রেফতারের নির্দেশ রিজওয়ানার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, প্রত্যাশা মির্জা ফখরুলের কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক কারাগারে নতুন ছাত্র সংগঠনে বৈষম্য ও সিন্ডিকেটের অভিযোগ এনে বিক্ষোভ, নাকচ করলেন নেতারা শিক্ষার্থী বন্ধুদের যোগ্যতা বাড়াতে মনোযোগী হতে হবে : শিবির সভাপতি

সকল