২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`
সেমিনারে বক্তারা

নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে বিডিআর হত্যাকাণ্ড

‘বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের নিরাপত্তার উপর প্রভাব’ শীর্ষক সেমিনার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এক সেমিনারে বক্তরা মন্তব্য করেছেন।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে প্রফেসর কে আলী ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিডিআর হত্যাকাণ্ড: বাংলাদেশের নিরাপত্তার উপর প্রভাব’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী।

প্রধান অতিথি ছিলেন সাবেক আইজিপি নুরুল হুদা।

মূলপ্রবন্ধ উপস্থাপনকালে ব্রিগেডিয়ার জেনারেল এইচ আর এম রোকন উদ্দিন বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা চরমভাবে হুমকির সম্মুখীন হয়েছে এবং এই ঘটনা শুধু আমাদের দেশেই নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তা কৌশলে অস্থিরতা সৃষ্টি করেছে।’

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল সালজার রহমান বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত একটি গণহত্যা, যা আমাদের প্রতিবেশী দেশ ২০০১ সালে বিএসএফ হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে ঘটিয়েছে।’

আরেক বিশেষ অতিথি অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম বলেন, ‘ভারত কখনোই চায়নি বাংলাদেশ একটি স্বাধীন জাতি হিসেবে শক্তিশালীভাবে টিকে থাকুক। স্বাধীনতার পর থেকেই তারা আমাদের আন্তর্জাতিক ইমেজ নষ্ট করতে বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে।’

প্রধান অতিথি সাবেক আইজিপি নুরুল হুদা বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিভিন্ন সঙ্কটে পড়েছে, বিশেষ করে রাজনীতি ও নিরাপত্তার দিক থেকে। আমাদের ভারতীয় ষড়যন্ত্র সম্পর্কে সবসময় সজাগ থাকতে হবে।’

সেমিনারের সভাপতি অধ্যাপক ড. লেফটেন্যান্ট কর্নেল (অব.) শেখ আকরাম আলী বলেন, ‘জাতীয় ঐক্যই আমাদের সকল সঙ্কট ও ভারতের নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করতে পারে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে হলে রাজনৈতিক ও কৌশলগত সচেতনতা বাড়াতে হবে।’

সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী রেজাউল করিম, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আখতার হোসেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আয়ুব হোসেন, মেজর ইমরান হাসান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নূরউদ্দিন, ড. নূরুল বশীর, মোহাম্মদ ফজরুল হক, ড. খন্দকার আলমগীর এবং লেফটেন্যান্ট কর্নেল আজিজ।


আরো সংবাদ



premium cement
স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা খেজুরের দাম কমল ৩০ থেকে ৪০ শতাংশ শান্তর ফিফটি, ব্যর্থ হৃদয়-মুশফিক দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে ধৈর্যের সাথে কাজ করতে হবে : সেনাপ্রধান জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ নওগাঁয় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা বাধার মুখে মিরসরাইয়ে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২ বাংলাদেশের যেখানেই অনিয়ম-দুর্নীতি সেখানেই যুদ্ধ : জামায়াত আমির প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি বনশ্রীতে ছিনতাইয়ের ঘটনায় এখনো হয়নি মামলা, নেই গ্রেফতার

সকল