২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

চলন্তিকায় নিজ নামে প্রকাশিত বইয়ে অটোগ্রাফ দিলেন আমিনুল হক

স্টলে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফসহ বই দিচ্ছেন - ছবি : নয়া দিগন্ত

অমর একুশে বইমেলার চলন্তিকা স্টলে এবার ‘একজন আমিনুল হক’ বইটি প্রকাশ হয়েছে।

বইটি প্রকাশের পর পরই শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই স্টলে পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে দেখা যাচ্ছে, স্টলটিতে আমিনুল হক বসে পাঠকদের অটোগ্রাফসহ বইটি দিচ্ছেন।

এর আগে, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাফজয়ী ফুটবলার আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার ‘একজন আমিনুল হক’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

আমিনুল হককে নিয়ে লেখা ‘একজন আমিনুল হক’ বইটিতে রয়েছে আমিনুল হকের জীবনীতে জন্ম ও শৈশব, ফুটবলের মাঠ থেকে রাজপথে আমিনুল হক এর সাহসী ভূমিকা ত্যাগ, তিতিক্ষা এবং দক্ষ সংগঠকের নানান ঘটনা।

চলন্তিকা স্টলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে আগত পাঠক ও দলীয় নেতাকর্মীরা অধীর আগ্রহে বইটির জন্য বসে আছে এবং বইটি ক্রয় করার পাশাপাশি আমিনুল হকের অটোগ্রাফ নিচ্ছেন।

কথা হয় মোহাম্মদপুর থেকে আসা পাঠক মীর মো: কামাল হোসেনের সাথে। তিনি জানান, আমিনুল হকের জীবনী অনেকটা তিনি অবগত। তিনি বলেন, ‘আমি দেখেছি কিভাবে স্বৈরাচার সরকার এই সাফজয়ী ফুটবলারকে অন্যায়ভাবে জেল-জুলুম নির্যাতনের দিকে ফেলে দিয়েছেন। আমিনুল হকের ছোট থেকে এভাবে বেড়ে ওঠা বাংলাদেশের মানুষের জন্য একটি প্রেরণা। আর সেই গল্প জানার জন্য আমি বইটি ক্রয় করেছি।’

আমিনুল হক জানান, পাঠকরা আমার জীবনী নিয়ে লেখা বইটিতে এত সাড়া দিবে তা কখনো ভাবিনি। সর্বোপরি আমি বইটির লেখক এবং পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান সোনাগাজীতে যুবদলের সাথে যুবলীগের সংঘর্ষে আহত ১০ সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরো ৭৬৯ মানিকগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১ অনিয়ন্ত্রিত কর্মীদের নিয়ন্ত্রণ জরুরি

সকল