২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

‘শব্দদূষণকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে’

‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচি উদ্বোধনকালে ড. ফারহিনা আহমেদ - ছবি : ইউএনবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেছেন, তীব্র শব্দ জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। শব্দদূষণ বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। হাসপাতাল ও আবাসিক এলাকাসহ সব নীরব এলাকাকে শব্দহীন রাখতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের বিপরীতে ওসমানী উদ্যানের সামনে ‘হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ’ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এই কর্মসূচির মাধ্যমে রাজধানীর সাতটি স্থানে জনসচেতনতা বাড়ানো হবে।

ফারহিনা আহমেদ বলেন, ‘এ কর্মসূচির আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রচার চালানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিধিবহির্ভূত হর্ন ব্যবহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেয়া হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. মো: কামরুজ্জামান, অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম ও অতিরিক্ত সচিব মো: খায়রুল হাসানসহ পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতর, পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচি সচিবালয় এলাকা, শিক্ষা ভবন, জিরো পয়েন্ট, পল্টন মোড়, কদম ফোয়ারা, আগারগাঁও শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, বেতার মোড় ও নিউরোসায়েন্স হাসপাতালের সামনে বাস্তবায়ন করা হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement