২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ডিএমটিসিএলের নতুন এমডি ফারুক আহমেদ

ফারুক আহমেদ - ছবি : সংগৃহীত

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এমআরটি লাইন-৬-এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো: আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফারুক আহমেদ পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ এবং পরিচালনার বিভিন্ন পর্যায়ে সুদীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী। তিনি একটি প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এ পদে অধিষ্ঠিত হয়েছেন। ফারুক আহমেদ অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া এবং হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছরের কর্মজীবনের মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এতে আরো জানানো হয়, ফারুক আহমেদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে ১৯৮২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে ইউনিভার্সিটি অব ম্যাকাও থেকে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস-সিডনি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।


আরো সংবাদ



premium cement