মন্টিনেগ্রো যাওয়া হচ্ছে না সাজিদ ও ওয়াদিফার
- ক্রীড়া প্রতিবেদক
- ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২০
স্পন্সর সঙ্কট কেটে গেছে মনন রেজা নীড় ও তাহসিন তাজওয়ার জিয়ার। প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নীড় পেয়ে গেছে এক সাথে দু’ স্পন্সর। এর একটিকে এখন কাজে লাগাচ্ছে। ফলে ২২ ফেব্রুয়ারি দু’ জনেরই যাওয়া হচ্ছে মন্টিনেগ্রোতে। তবে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে তাদের সঙ্গী হতে পারছেন না সাকলাইন মোস্তফা সাজিদ ও ওয়াদিফা আহমেদের। কারণ তুরস্ক বা চীন থেকে ইউরোপের দেশ সার্বিয়ার পাশ্ববর্তী মন্টিনেগ্রোর ভিসা নিতে যে সময় প্রয়োজন তা তাদের হাতে নেই। ফলে এই দু’জনের খেলা হচ্ছে না এবারের বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে। বাংলাদেশ দাবা ফেডারেশন সূত্রে জানা গেছে তা।
এই আসরে আন্তর্জাতিক মাস্টার নীড় যদি চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে সরাসরি গ্র্যান্ডমাস্টার হতে পারবেন। যদিও তা প্রায় অসম্ভব। কারণ ১৪/১৫ জন গ্র্যান্ডমাস্টার অংশ নিচ্ছেন এই জুনিয়র বিশ্বকাপে। আবার নর্ম পাওয়াটা নির্ভর করছে যদি কিন্তুর ওপর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা