২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির নির্বাচন

দু’টি প্যানেলের প্রার্থীরা - ছবি : নয়া দিগন্ত

আগামী ২২ ফেব্রুয়ারি-২০২৫ শনিবার কচি-কাঁচার মেলা ভবন ৩৭/এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিভাগীয় হিসাব রক্ষক সমিতির নির্বাচন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই নির্বাচনে দু’টি প্যানেল মূলত নির্বাচন করছে।

একটি প্যানেলের নেতৃত্বে আছেন আলমগীর কবীর (সভাপতি প্রার্থী) ও সরোয়ার আলম (সাধারণ সম্পাদক প্রার্থী)। অন্য প্যানেলের নেতৃত্বে আছেন মোহাম্মদ মুছা (সভাপতি প্রার্থী) ও মো: জাকির হোসেন সরদার (সাধারণ সম্পাদক প্রার্থী)।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে লড়ছেন আহম্মদ উল্লাহ এবং সাংগঠনিক সম্পাদকে লড়ছেন এস এম মোস্তফা।

দু’টি প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মো: দিলোয়ার হোসেন, মো: মাহাফুজুল হক, মো: মোস্তফা কামাল, সায়মা আক্তার, সুজন চন্দ্র দাস, মোহাম্মদ হাবিবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো: মাসুদুর রশিদ, মো: শাহজামাল হোসেন, মো: হাবিবুল্লাহ সহ-সম্পাদক মো: মনিরুল ইসলাম, মো: হাফিজুর রহমান (২), অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবীর, মো: রাসেল সাংগঠনিক সম্পাদক এস এম মোস্তফা, রুবেল বেপারী, মো: হাফিজুর রহমান (১) সহ-সাংগঠনিক সম্পাদক বাবলু চৌধুরী, মোহাম্মদ সাইফুর রহমান দফতর সম্পাদক মোহাম্মদ মোজাহারুল ইসলাম, মো: রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম (১) মো: জাহাঙ্গীর আলম (২) ক্রীড়া সম্পাদক মো: আতিক ওয়াদুদ, মো: আরফান উদ্দিন চৌধুরী সমাজকল্যাণ সম্পাদক তাপস কান্তি শর্মা, মো: রাজু মিয়া নির্বাহী সদস্য আরাফাতের রহমান, আরিফ, আলমগীর হোসেন গাজী, মোহাম্মদ তুহিনুর রহমান, বাসু বিজয় দত্ত, মো: মইনুল ইসলাম, মো: মিজানুর রহমান, সাইদ হাসান মোহাম্মদ মনির ও মো: হানিফ মিয়া।

ইতোমধ্যে দু’টি প্যানেলের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। বসে নাই স্বতন্ত্র সভাপতি প্রার্থী ও সাংগঠনিক সম্পাদক প্রার্থীও। সহ-অর্থ সম্পাদক এ একমাত্র প্রার্থী থাকায় মাহিন জিন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement