২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

‘হুয়াওয়ে সিডস ফর দ্য ফিউচার ২০২৫ বাংলাদেশ’: শুরু হলো ক্যাম্পাস রোডশো

- ছবি : সংগৃহীত

হুয়াওয়ের ফ্ল্যাগশিপ প্রতিযোগিতা ‘সিডস ফর দ্য ফিউচার বাংলাদেশ’-এর ১২তম আসরের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘূর্ণায়মান ক্যাম্পাস রোডশো শুরু হয়েছে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল শিক্ষার্থীদের আইসিটি বিষয়ক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে বাংলাদেশে আইসিটি খাতের উন্নয়ন করা।

সম্প্রতি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, রুয়েট, এইউএসটি এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত রোডশোতে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। রোডশোতে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ প্রোগ্রামের উদ্দেশ্য, পরিকল্পনা, প্রস্তুতির নির্দেশনা ও শিক্ষার্থীদের জন্য সুযোগের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

চলতি বছরের মার্চ পর্যন্ত দেশব্যাপী এই রোডশো চলবে এবং আগামী এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হবে। বিজয়ীরা পরবর্তীতে চীনে অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশে শুরু হওয়া এই উদ্যোগ ইতোমধ্যে বিশ্বব্যাপী ১৫,০০০ এরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ পেয়েছে। বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement